প্রায় ৫ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর আইন উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা পুলিশ পাহারায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে থেকে বের হয়েছিলেন। তবে প্রধান সড়কে তাঁদের গাড়িবহর উঠতেই বাইরে থাকা শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ফের তাঁদের আটকে দেওয়া হয়।
মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে ক্যাম্পাস থেকে বের হন তাঁরা।
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় বিচার ও ক্ষতিপূরণ দাবিতে মঙ্গলবার সকাল ৯টা থেকে স্কুলসংলগ্ন গোলচত্বর এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার শিক্ষকদের সঙ্গে বৈঠক করতে গেলে তাঁদের অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা।
পরে বেলা সোয়া ৩টার কিছু পরে ক্যাম্পাস থেকে সব শিক্ষার্থীকে সরিয়ে দেওয়া হয়। এ সময় দুই উপদেষ্টাকে নিরাপদে বের করতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩১ জন। মঙ্গলবার দুপুরে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।