অন্তর্বর্তী সরকার আরও ১-২ বছর ক্ষমতায় থাকবে: সাবেক সেনাপ্রধান

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আরও ১-২ বছর ক্ষমতায় থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়া। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে দেয়া একটি পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

‘আগামী পাঁচ বছরে আমরা কোথায় যাচ্ছি?’ শিরোনামে লেখা ওই পোস্টে তিনি আগামী পাঁচ বছরের পূর্বাভাস ও তিনটি দৃশ্যপট উল্লেখ করেছেন। দৃশ্যপটগুলো হলো-

(১) বর্তমান অন্তর্বর্তী সরকার আরও ১–২ বছর থাকবে। তারপর নির্বাচনে বিএনপির ক্ষমতায় আরোহণের সম্ভাবনা। বিএনপি পুরো মেয়াদ শেষ করতে পারবে কি না—তা নির্ভর করবে কিছুটা ভারতের কৌশলগত অবস্থানের ওপর এবং কিছুটা আওয়ামী লীগের প্রত্যাবর্তন ও শক্তি সঞ্চয়ের ওপর। যদি বিএনপি তার বিরুদ্ধে পরিচালিত পরিকল্পিত সহিংসতাবিরোধী আন্দোলন দমনে ব্যর্থ হয়, তবে ১/১১-র পুনরাবৃত্তি ঘটবে।

(২) অদক্ষতা/আইন-শৃঙ্খলা অবনতির কারণে অথবা ছাত্রদের চাপের মুখে সংস্কার-মিশনে হাত দিলে নির্বাচন না হয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে। তখন দুর্বল মন্ত্রীরা বদলাবে এবং ড. ইউনুসকে প্রেসিডেন্ট করে ঐকমত্যের জাতীয় সরকার গঠিত হবে।

(৩) সংবিধান বদলের ক্ষীণ গুঞ্জন উচ্চকিত হলে আগামী পাঁচ বছর যাবে গণপরিষদের নির্বাচন, সংবিধান প্রণয়ন ও গণভোটে।

শেষে তিনি লিখেছেন, ‘যাই ঘটুক, এই পাঁচটি বছর দেশকে বাস করতে হবে বিভ্রান্তি, অস্থিরতা, প্রতিবাদ, আন্দোলন, হরতাল-অবরোধ, সহিংসতার ভেতর দিয়ে। পঙ্গু অর্থনীতি দরিদ্রদের আরও বিপদ ফেলবে এবং সামাজিক-অর্থনৈতিক সূচকে বাংলাদেশ ক্রমাগত পেছাতে থাকবে।’

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025