মনস্তাত্ত্বিক সুরযাত্রায় এবার ব্যান্ড দল ‘অমম’ দিতে যাচ্ছে ভিন্ন এক অভিজ্ঞতা, যা সহজেই মিশে যেতে পারে শ্রোতাদের মস্তিষ্কের প্রতিটি কোষে।
দেশে যে গোটা কয়েক সাইকেডেলিক ব্যান্ড রয়েছে, এগুলোর মধ্যে ‘অমম’ অন্যতম। গত সাত বছর অসংখ্য চড়াই-উতরাই পাড় করে অবশেষে আগামী ৩১ ডিসেম্বর এই ব্যান্ডের সদস্যরা প্রকাশ করতে যাচ্ছেন নিজেদের প্রথম অ্যালবাম ‘হার্ডডিস্ক’।
৬টি গানের এই পরীক্ষামূলক অ্যালবামে থাকছে ৬টি ভিন্ন গল্প, যেখানে একজন শ্রোতা নিজের কথাগুলো পেয়ে যাবেন গানের আকারে। নিজেকে সহজেই মিলিয়ে নিতে পারবেন প্রতিটি গানের সাথে।
এই অ্যালবাম সম্পর্কে ব্যান্ডের ম্যানেজার প্রান্তর চৌধুরী জানান, ‘হার্ডডিস্ক’ বলতে মূলত মানুষের মস্তিষ্ককে বোঝানো হয়েছে, যেখানে জাগতিক সকল চিন্তা-ভাবনা স্টোর (মজুদ) করা থাকে। ছয়টি গানের এই এক্সপেরিমেন্টাল অ্যালবামে রয়েছে ছয়টি ফ্লেভার! ‘অমম’ এখানে তুলে ধরার চেষ্টা করেছে মাদক দিয়ে নেশা আর নয়, গান শুনলেও নেশা হয়। যারা অল্প বয়সে মাদকের দিকে ঝুঁকে যাচ্ছে, তাদের মাদক ছাড়ার অন্যতম হাতিয়ার হতে পারে এই গানগুলো। একেকটা গান তৈরি হয়েছে একেকটা গল্প থেকে। এখানে তুলে ধরা হয়েছে মানুষের চিন্তা ও কল্পনার বিভিন্ন স্তরকে।
ইতোমধ্যে অ্যালবামের ছয়টি গানের নাম প্রকাশ করা হয়েছে। সেগুলো হলো- অপ্সরী, আমার এ গান, হার্ডডিস্ক, বুনোহাঁস, এটাও প্রেম ও কমলা সুন্দরী।
সবগুলো গানের কথা লিখেছেন ও সুর করেছেন ব্যান্ডের ভোকাল ফায়িদ রহমান। লিড গিটারে আছেন প্রসনজিৎ ঘোষ, বেজ গিটারে আছেন সুমন মিয়া ও ড্রামসে আছেন শিশির রঞ্জন দত্ত।
ব্যান্ড সদস্যরা জানান, ‘হার্ডডিস্ক’ হচ্ছে একটি মনস্তাত্ত্বিক সুরযাত্রা, যে যাত্রা আপনাকে নিয়ে যাবে অন্য কোনো এক মহাবিশ্বে।




