নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের বামনী নদীর পাড় থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ক্লোজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে বামনী নদীর পাড়ের ব্লকের ওপর একটি মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে বিষয়টি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
মরদেহের পরনে ছিল লাল টি-শার্ট ও সাদা পায়জামা। শরীর ফুলে যাওয়ায় ধারণা করা হচ্ছে, তার মৃত্যু আরও অন্তত ৪-৫ দিন আগে হয়েছে। তবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল কর্মকার বলেন, যুবকের পরিচয় শনাক্তে কাজ চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।




