শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো পুরস্কার ঘোষণার পর পরই বিশ্বজুড়ে দুই প্রভাবশালী নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-এর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের নিশ্চিত করেন যে নোবেল পুরস্কার জেতার পর মাচাদো তাঁকে ফোন করেছিলেন। ট্রাম্পের ভাষ্যমতে, মাচাদো তাঁকে বলেন, তিনি এই পুরস্কারটি ‘ট্রাম্পের সম্মানেই গ্রহণ করছেন, কারণ পুরস্কারটি প্রকৃতপক্ষে ট্রাম্পেরই প্রাপ্য ছিল’। ভেনেজুয়েলায় গণতন্ত্রের পক্ষে ট্রাম্পের সমর্থনের জন্য মাচাদো তাঁকে কৃতজ্ঞতা জানান।
উল্লখ্য, ট্রাম্প নিজেও এবারের নোবেল পুরস্কারের জন্য প্রকাশ্যে ইচ্ছা প্রকাশ করেছিলেন।
নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে যে মাচাদো ইসরায়েলি প্রধানমন্ত্রীকেও ফোন করেন। ফোনালাপে মাচাদো গাজায় জিম্মি মুক্তির চুক্তি এবং চলমান সংঘাতের সময় নেতানিয়াহুর ‘সিদ্ধান্ত ও দৃঢ় পদক্ষেপের’ জন্য তাঁর ভূয়সী প্রশংসা করেন।
এছাড়াও, মাচাদো ইরান-বিরোধী অবস্থানে নেতানিয়াহুর ‘অবিরাম সংগ্রামের’ প্রশংসা করেন এবং বলেন, ইরানের এই ‘অশুভ অক্ষ’ কেবল ইসরায়েলের বিরুদ্ধেই নয়, ভেনেজুয়েলার জনগণের বিরুদ্ধেও সক্রিয়।
মাচাদোর এই ফোনালাপগুলি আন্তর্জাতিক রাজনীতিতে বিশেষভাবে আলোচিত হচ্ছে।




