একজন বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ ফকির হেঁটে যাচ্ছিলেন রাস্তা দিয়ে। হাতে ছিল লাঠি আর কাঁধে ঝোলানো ব্যাগ। ছিল মুখ ভর্তি দাঁড়ি আর মাথায় জট পাকানো চুল। এমন সময় তার ওপর হামলে পড়েন তিন ‘বক ধার্মিক’। তারা জোর করে কেটে ফেলতে থাকে বৃদ্ধের চুল। বাধা দেয়ার চেষ্টা করলেও তিনজনের সঙ্গে একা পেরে ওঠেননি বৃদ্ধ। কেবল কাঁদতে কাঁদতে তিনি বারবার বলছিলেন- ‘আল্লাহ তুই দেহিস’।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও। তাতে দেখা যায়, তিনজন তথাকথিত ‘বক ধার্মিক’ বৃদ্ধ লোকটিকে ধাওয়া করে ধরে ফেলেন। টেনে-হিঁচড়ে নিয়ে যান রাস্তার পাশে। শরীরের সবটুকু শক্তি খরচ করেও ওই বৃদ্ধ নিজেকে রক্ষা করতে পারছেন না। এক পর্যায়ে জোর করে রাস্তার পাশে চেপে ধরে মাথার সমস্ত চুল কেটে দেওয়া হয় তার।
তখন কান্নায় ভেঙে পড়েন ওই বৃদ্ধ ফকির। চিৎকার করতে করতে বলেন, ‘আল্লাহ, আল্লাহ তুই দেহিস’। তিনি বারবার আকুতি করেন চুলগুলো না কাটার জন্য। তবে কোনোভাবেই তথাকথিত সেই তিন ধর্ম ব্যবসায়ী কথা শোনেনি তার। শেষ পর্যন্ত কেটে ফেলা হয় মাথার সমস্ত চুল। তবে
ঘটনাটি কোথায় ঘটেছে তার স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। তবে বিষয়টিকে স্বাভাবিকভাবে গ্রহণ করেননি নেটিজেনরা। বর্তমানে তীব্র সমালোচনায় ভাসছেন ওই ধর্ম ব্যবসায়ীরা।
বয়োজ্যেষ্ঠ এই বৃদ্ধ ফকিরের সাথে ঘটে যাওয়া বিষয়টিকে বেশ দৃষ্টিকটুভাবেই নিয়েছেন সাধারণ মানুষ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর পক্ষে এবং বিপক্ষে মন্তব্য করে যাচ্ছেন নেটিজেনরা। তবে তার পক্ষের চেয়ে বিপক্ষের মন্তব্যই বেশি লক্ষ্য করা গেছে।