নিরাপত্তাহীন বাংলাদেশ, ছয় মাসে প্রতিদিন ১১ খুন

বাংলাদেশে সহিংসতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। পুলিশ সদর দপ্তরের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে ১,৯৩০টি খুনের ঘটনা দায়ের হয়েছে। এর ফলে প্রতিদিন গড়ে প্রায় ১১টি জীবনহানির ঘটনা ঘটছে। এছাড়া একই সময়ে ডাকাতি ও ছিনতাইয়ের ১,৩৩৬ টি মামলা দায়ের হয়েছে এবং ৫১৫ জন অপহৃত হয়েছে। নারী ও শিশু নির্যাতনের মামলার সংখ্যা ১১ হাজার ৮টি, যা পুরো সমাজেই নিরাপত্তা শূন্যতার ইঙ্গিত বহন করছে।

সারা দেশের বিভিন্ন থানায় দায়ের হওয়া খুনের মামলার তথ্যের ভিত্তিতে অপরাধ পরিসংখ্যান তৈরি করে পুলিশ সদর দপ্তর। তাদের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সারা দেশে ১ হাজার ৯৩০ জন খুন হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে খুন হন ২৯৪ জন।

এরপর থেকে প্রতি মাসে খুনের সংখ্যা বেড়েই চলেছে। ফেব্রুয়ারিতে খুনের সংখ্যা বেড়ে হয় ৩০০, মার্চে ৩১৬, এপ্রিলে ৩৩৬ এবং মে মাসে ৩৪১ জন খুন হন। জুনে চলতি বছরের সর্বোচ্চ খুনের ঘটনা ঘটেছে। এ মাসে সারা দেশে মোট ৩৪৩ জন খুন হয়েছেন।

পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, এ বছরে প্রতি মাসেই খুনের ঘটনা বাড়ছে। বেশি খুন হচ্ছে ঢাকা মেট্রোপলিটন, ঢাকা রেঞ্জ ও চট্টগ্রাম রেঞ্জে। অনেক খুনের পেছনে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের মতো ঘটনা কাজ করেছে বলে জানা যাচ্ছে।

এছাড়া খুনের পাশাপাশি সারা দেশে উল্লেখযোগ্যসংখ্যক ডাকাতি, ছিনতাই, নারী ও শিশু নির্যাতন এবং অপহরণের মতো অপরাধও সংঘটিত হচ্ছে।

পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত সারা দেশে ডাকাতির ঘটনা ঘটেছে ৩৬৬টি। এর মধ্যে সবচেয়ে বেশি ৭৪টি ডাকাতি হয়েছে ফেব্রুয়ারিতে। আর ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ৯৭০টি। এছাড়া এ ছয় মাসে ১১ হাজার ৮টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটে গত এপ্রিলে। আর অপহরণের ঘটনা ঘটেছে ৫১৫টি। এর মধ্যে সবচেয়ে বেশি অপহরণের ঘটনা ঘটেছে জানুয়ারিতে।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025