শনিবার ভোররাতে নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ারে গোলাগুলির ঘটনায় তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় ১৭ বছর বয়সী এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার স্থানীয় সময় রাত ১টা ২০ মিনিটে (জিএমটি ০৫:২০) ওয়েস্ট ৪৪তম স্ট্রিট এবং সেভেন্থ অ্যাভিনিউয়ের সংযোগস্থলে এই গোলাগুলির ঘটনা ঘটে। এটি বিশ্বের অন্যতম ব্যস্ত পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত।
পুলিশ সন্দেহভাজন কিশোরের নাম প্রকাশ করেনি এবং তার বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রক্রিয়া চলছে। পুলিশ জানায়, আহতদের মধ্যে একজন ১৯ বছর বয়সী পুরুষ, যিনি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন; একজন ৬৫ বছর বয়সী পুরুষ, যার বাম পায়ে গুলি লেগেছে; এবং একজন ১৮ বছর বয়সী নারী, যার ঘাড়ে আঘাত লেগেছে। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তারা স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

জানা গেছে, রাইজিং কেইন্স নামে একটি চিকেন রেস্টুরেন্টের বাইরে একটি বিবাদের জেরে এই গোলাগুলির ঘটনা ঘটে। নিউইয়র্ক পুলিশ বিভাগের মতে, ঘটনাস্থল থেকে একটি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে।
গত মাসে ম্যানহাটনের মিডটাউনে একটি অফিস ভবনে বন্দুক হামলায় চারজন কর্মী নিহত হয়েছিলেন। সেই ঘটনার সন্দেহভাজন বন্দুকধারী, নেভাডার বাসিন্দা ২৭ বছর বয়সী এক ব্যক্তি, ন্যাশনাল ফুটবল লিগের কার্যালয়কে লক্ষ্য করে হামলা চালিয়েছিল বলে ধারণা করা হয়।
নিউইয়র্ক পুলিশের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে শহরে বন্দুক সহিংসতা ঐতিহাসিকভাবে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এই গোলাগুলির ঘটনাটি নিউইয়র্কের মেয়র নির্বাচনের মাত্র তিন মাস আগে ঘটল। এই সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসি-তে তরুণদের দ্বারা সংঘটিত অপরাধ দমনে ফেডারেল এজেন্ট পাঠানোর নির্দেশ দিয়েছেন।
শুক্রবার, ট্রাম্প ওয়াশিংটন ডিসি-তে “সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে” থাকা অপরাধ দমনে ফেডারেল এজেন্ট পাঠানোর নির্দেশ দেন। ওয়াশিংটন ডিসি-তে খুনের হার অন্যান্য মার্কিন শহরের তুলনায় তুলনামূলকভাবে বেশি, এ বছর এখন পর্যন্ত ৯৮টি খুনের ঘটনা রেকর্ড করা হয়েছে। তবে ফেডারেল তথ্য অনুযায়ী, গত বছর ওয়াশিংটন ডিসি-তে ৩০ বছরের মধ্যে সামগ্রিক সহিংস অপরাধের হার সর্বনিম্ন ছিল।
শনিবার ট্রাম্প ট্রুথ সোশ্যালে ঘোষণা করেন যে তিনি সোমবার হোয়াইট হাউসে একটি সংবাদ সম্মেলন করবেন, যা মূলত “ওয়াশিংটন ডিসি-তে সহিংস অপরাধ বন্ধ করে দেবে।”