এনসিপির সমাবেশের মঞ্চে হামলা, ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশের মঞ্চে হামলা চালিয়েছে একটি পক্ষ। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

বুধবার দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় আয়োজিত সমাবেশে এ হামলার ঘটনা ঘটে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বেশ কয়েকজন হঠাৎ করেই মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করে। এরপর মঞ্চের সাউন্ড সিস্টেম, মাইক ও চেয়ার ভাঙচুর করে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সমাবেশমঞ্চে হামলার আগে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এ ছাড়া হামলা চালানো হয় ইউএনও’র গাড়িতেও।

জাতীয় নাগরিক পার্টি ১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে। এরই অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জে পদযাত্রা ও পথসভা আয়োজন করা হয়।

মঙ্গলবার এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে ‘১৬ জুলাই: মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025