এনসিপি’র পোস্টার ছেঁড়ায় চাকরি গেল ৩ জনের

ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) পোস্টার ছেঁড়ার অভিযোগে চাকরি হারালেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) তিন কর্মী। সোমবার (২১ ‍জুলাই) রাতে সিসিক’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ২৫ জুলাই ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে সামনে রেখে সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায় সাঁটানো একটি পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনায় সিলেট সিটি কর্পোরেশনের দু’জন শ্রমিক ও একজন সুপারভাইজারকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার শ্রমিক আখতার ও মোশাররফ এবং একই শাখার সুপারভাইজার শাহাব উদ্দিন আহমেদ রকি। এ ঘটনার অধিকতর তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, রবিবার (২০ জুলাই) রাতে নগরীর শাহী ঈদগাহ এলাকায় এক শ্রমিক এনসিপি’র পোস্টার ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ ওঠে।

Tags :

Staff Reporter

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025