এনসিপির সংবাদ সম্মেলন বর্জন করলেন সাংবাদিকরা

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে পরে এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করেছেন সাংবাদিকরা।

বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে এ ঘটনা ঘটে।

এনসিপির পক্ষ থেকে পরবর্তী এক বিবৃতিতে ঘটনাটিকে “দুঃখজনক ও নিন্দনীয়” বলে উল্লেখ করা হয়। বলা হয়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দায়ীদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিয়ে বৃহস্পতিবার সকালে ঢাকায় ফেরেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন।

সফর শেষে ফিরে আসা দুই নেতাকে অভ্যর্থনা জানাতে বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় বিমানবন্দরে যান এনসিপির ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা। দলটির পক্ষ থেকেই বুধবার রাতে সংবাদ সংগ্রহের আমন্ত্রণ জানানো হয় সাংবাদিককের। সেখানেই এ ঘটনা ঘটে।

বিমানবন্দরে প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক জানান, হুমায়ূন কবির গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় আখতার হোসেন ও তাসনিম জারাকে ফুল দিয়ে বরণ করার প্রস্তুতি নিচ্ছিলেন এনসিপি নেতাকর্মীরা। এ সময় তারা উচ্চস্বরে স্লোগান শুরু করলে সাংবাদিকদের বক্তব্য শোনায় অসুবিধা হয়। সাংবাদিকরা তাদেরকে থামার অনুরোধ করলে কয়েকজন কর্মী তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

এ ঘটনার পর সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে এনসিপির সংবাদ সম্মেলন বর্জনের ঘোষণা দেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ক্ষুব্ধ সাংবাদিকেরা সম্মেলন বর্জন করে চলে যাচ্ছেন। এনসিপির কিছু নেতা অনুরোধ জানালেও তারা আর ফিরে আসেননি।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025