ঢাকার কদমতলী থানা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য মো. ওয়াশিম আহমেদ মুকছানকে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে উদ্ধার করেছে পুলিশ।
এর আগে ৪ জানুয়ারি ওয়াসিমের স্ত্রী শারমিন আক্তার টুম্পা কদমতলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডিতে তিনি উল্লেখ করেন, তার স্বামী ওয়াশিম আহমেদ ৪ জানুয়ারি ভোর আনুমানিক ৫টার সময় কদমতলী রাজাবাড়ী আলী বহর এলাকায় তার ভাড়া বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ৫/৬ জন ব্যক্তি তুলে নিয়ে যায়।
পুলিশ জানায়, ঘটনা জানার পর তাৎক্ষণিক কদমতলী থানার পুলিশ ঘটনাটি তদন্তে নামে। ভিক্টিমকে উদ্ধারে তার বাবা-মা-ভাইদের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। কিন্তু তারা কোনো বস্তুনিষ্ঠ তথ্য দেননি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় কদমতলী থানা পুলিশ মঙ্গলবার কদমতলী মেরাজনগর এলাকার একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে ‘নিখোঁজ’ ওয়াশিম আহমেদকে উদ্ধার করে।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ওয়াশিম ও তার স্ত্রী পরিবার থেকে আলাদা ভাড়া বাসায় থাকতেন। ওয়াশিমের মাদকাসক্তির কারণে পরিবারের সম্মতিতে ছোট ভাই রাকিব তার স্ত্রীর অজ্ঞাতসারে ঘটনার দিন তাকে স্থানীয় একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করান। ভোর রাতে মাদকাসক্তদের নিরাময় কেন্দ্রে আনা সহজ হয় বিধায় তারা এই সময়টি বেছে নেন। এই ক্ষেত্রে ওয়াশিমকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে আনার সত্যতা পাওয়া যায়নি।
তিনি আরও জানান, উদ্ধারের পর ওয়াশিমকে পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে স্ত্রী শারমিন আক্তার টুম্পার কাছে হস্তান্তর করা হয়েছে।
ক্ষোভ প্রকাশ করে ডিএমপির কদমতলী থানার ওসি মো. আশরাফুজ্জামান বলেন, ওয়াশিমের পরিবার তাকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করে। কিন্তু তারা আমাদের কোনো তথ্য দেয়নি। এদিকে ওয়াসিমের স্ত্রী থানায় এসে জিডি করে নিখোঁজের। জিডি করেই ক্ষান্ত হননি, এ ঘটনা নিয়ে তিনি সংবাদ সম্মেলনও করেছেন। ওয়াশিম আহমেদ কদমতলী থানা এনসিপির কমিটির সদস্য।




