এনসিপির দলীয় প্রতীক শাপলা আমাদের বিধি মালায় দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম।
শুক্রবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এনসিপি নির্বাচনে না আসার বিষয়ে কোনো কথা বলতে চাই না কারণ এটি রাজনৈতিক বিষয়।
নির্বাচন কমিশনার বলেন, নারী-পুরুষ প্রতিবন্ধীসহ সকল ভোটারদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূল পর্যায়ে একটা ভোট কেন্দ্রে এলাকার কি রকম সমস্যা থাকতে পারে তা দেখতে এসেছি।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা দপ্তর থেকে বলা হয়েছে রমজানের আগে ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন হবে। প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে আজ ভোট কেন্দ্র পরিদর্শন করতে আসা।
এসময় নির্বাচন কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ কামরুজ্জামান, আঞ্চলিক নির্বাচন অফিসার সিলেট বিভাগ মো. আলা উদ্দিন, সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসার শুকুর মাহমুদ মিয়া, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান মানিক, উপজেলা নির্বাচন অফিসার অমিত কুমার দাস আরও অনেকে উপস্থিত ছিলেন।




