গাজীপুরের বাসন থানার যোগীতলা এলাকায় হাবিব চৌধুরী নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সদস্যকে লক্ষ্য করে গুলি চালিয়ে তার মোটরসাইকেল ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাসন থানার যোগীতলার দক্ষিণ পাড়া বাইতুন নূর জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
হাবিব চৌধুরী নারায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলার ব্রাহ্মণ বাউগা গ্রামের ফকিক চানের ছেলে। তিনি বাসন থানার মোগরখাল (৭১ গলি) এলাকায় বসবাস করেন এবং গাজীপুর মহানগর এনসিপির সদস্য ও বাসন থানা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রার্থী বলে জানা গেছে।
হাবিব চৌধুরী বলেন, নিজের ব্যবহৃত মোটরসাইকেলটি বিক্রির জন্য আমি ফেসবুকে একটি বিজ্ঞাপন দেই। ওই মোটরসাইকেল কেনার কথা বলে দুই ব্যক্তি আমার সঙ্গে দেখা করতে আসে। পরে তাদের একজন মোটরসাইকেল চালিয়ে দেখছিল। অন্যজন কাগজপত্র দেখছিল। কিছুক্ষণ পর ওই ব্যক্তিরা একত্রিত হয়ে মোটরসাইকেলে উঠে পড়ে। একপর্যায়ে একজন আমাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরপর দুটি গুলি ছোড়া হয়। ভাগ্যক্রমে গুলি আমার গায়ে লাগেনি। এরপর তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।




