নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন সম্পর্কে মানহানিকর বক্তব্যের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে কাজী মুকিতুজ্জামান বাদী হয়ে এ মামলার আবেদন করেন। এসময় আদালত মামলাটি নিয়ে ডিবি পুলিশকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী মাহাদী হাসান জুয়েল এ তথ্য জানান।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১ নভেম্বর রাজধানীর বিএমএ মিলনায়তনে শহীদ শামসুল আলম সভাকক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে উদ্দেশ্য করে আসামি নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘জুলাই সনদ নিয়ে একটি বড়দল গুন্ডামি করছে, ঢাকা মহানগরের একজন নেতা আছে নয়ন, ও একা যে পরিমাণ চাঁদাবাজি করেছে এবং দুর্নীতি করেছে এ টাকা দিয়েও বাংলাদেশে একটা গণভোট সম্ভব, আমরা ওনাদেরকে এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করেছি, ওনাদের মাথা ক্লিন হয় নাই, বডিও ক্লিন হয় নাই, এখন আমার মনে হয় ওনাদেরকে বুড়িগঙ্গার পানি দিয়ে পরিষ্কার করতে হবে।’ আসামির এই বক্তব্য বিভিন্ন টেলিভিশন চ্যানেল, অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এবং প্রচারিত হয়।

অভিযোগে আরও বলা হয় আসামির দেওয়া মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন তথ্য, বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্যের মাধ্যমে বিএনপি ও রবিউল ইসলাম নয়নের সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। এই মামলায় আসামি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ও ইচ্ছাকৃত ভাবে অনলাইন পোর্টাল ও দেশের মূলধারার বিভিন্ন গণমাধ্যমের সামনে কুৎসা রটনা, মিথ্যা তথ্য উপস্থাপন এবং মানহানিকর বক্তব্য প্রকাশ করেছে। এতে রবিউল ইসলাম নয়ন তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তথা গোটা যুবসমাজের সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025