ঢাকার হাজারীবাগে এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত নারীর নাম রওশান আরা (৬০)। তিনি পরিবারের সঙ্গে হাজারীবাগ কালুনগর বেড়িবাঁধ এলাকায় থাকতেন। তার স্বামীর নাম আমজাদ হোসেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ১২টার দিকে তাকে পেটানো হয়। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ৩টায় মারা যান তিনি।
পুলিশ বলছে, জমিজমা নিয়ে বিরোধের জেরে রওশন আরাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, জমি নিয়ে দুইপক্ষের বিরোধ দীর্ঘদিনের। এর জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।