কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর টাঙ্গাইলের বাড়ি ‘সোনার বাংলায়’ হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। রবিবার রাত ১টার দিকে বীরউত্তম খেতাবপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধার টাঙ্গাইলের সখীপুরের বাসায় হামলা চালানো হয়। হামলায় ভবনে থাকা দুটি গাড়িসহ বেশকিছু জানালার কাঁচ ভেঙে ফেলা হয়েছে।
বাসার কেয়ারটেকার রাজু মিয়া বলেন, ‘রাতে স্যার (কাদের সিদ্দিকী) দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন। এ সময় ১০-১৫ জন দুর্বৃত্ত বাসায় ইট পাটকেল নিক্ষেপ করে। তারা মই দিয়ে বাসার গেট টপকে ভেতরে প্রবেশ করে দুইটি গাড়িও ভাঙচুর করে।’
এ সময় আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় বলে জানান তিনি।
এর আগে শনিবার দুপুরে সখীপুর উপজেলার খান মার্কেটে দলের বর্ধিত সভায় সভায় বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন কাদের সিদ্দিকী। পরে তাকে সখীপুরে নিজ বাসায় নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করেন ও সুস্থ আছেন বলে জানান। তারপর থেকে তিনি নিজ বাসায় বিশ্রামে ছিলেন।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভির আহমেদ বলেন, ‘হামলার বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ। দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’