ঢাকার উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক ও সাংবাদিকদের প্রবেশ করতে দিচ্ছে না কর্তৃপক্ষ। শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ছাড়া কেউ প্রবেশ করতে পারছেন না ক্যম্পাসে।
বুধবার সকাল থেকে এই বিধিনিষেধ জারি করে মাইলস্টোন কর্তৃপক্ষ।
দেখা যায়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের ভেতর থেকে তালা ঝুলিয়ে রেখেছে কর্তৃপক্ষ। ফটকের ভেতরে নিরাপত্তাকর্মীরা দাঁড়িয়ে আছেন। পুলিশের কয়েকজন সদস্যও সেখানে বসে আছেন। বাইরে গণমাধ্যমকর্মী এবং অভিভাবকরা দাঁড়িয়ে আছেন। এর মধ্যে আশপাশের এলাকায় উৎসুক জনতাও আছেন। তাদের কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।
কেন ঢুকতে দেওয়া হচ্ছে না- এমন প্রশ্নের জবাবে নিরাপত্তাকর্মীরা জানান, স্কুল কর্তৃপক্ষ তাদের নিষেধ করেছেন।
প্রসঙ্গত, গত সোমবার দুপুরে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলেছে, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত মোট ৩১ জন নিহত ও ১৬৫ জন আহত হয়েছেন।