মালয়েশিয়ায় অভিবাসীবাহী নৌকা ডুবে নিখোঁজ শতাধিক

মালয়েশিয়া সীমান্তে উপকূলের কাছে অভিবাসীবাহী নৌকা ডুবে শত শত লোক নিখোঁজ হয়েছেন। রোববার (৯ নভেম্বর) এ ঘটনার পর ১০ জনকে জীবিত এবং একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া জীবিতদের মধ্যে তিনজন মিয়ানমারের পুরুষ, দুইজন রোহিঙ্গা পুরুষ এবং একজন বাংলাদেশি পুরুষ রয়েছেন।

কর্তৃপক্ষ আরও জানায়, মিয়ানমারের বুথিডং থেকে প্রায় ৩০০ জন যাত্রী নিয়ে জাহাজটি যাচ্ছিল। জনপ্রিয় রিসোর্ট দ্বীপ ল্যাংকাউইয়ের ঠিক উত্তরে তারুতাও দ্বীপের কাছে এ ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার তৎপরতা চলছে, আরও হতাহতদের পাওয়া যেতে পারে।

স্থানীয় পুলিশ প্রধান আদজলি আবু শাহ সাংবাদিকদের বলেন, ৯০ জন যাত্রী বহনকারী একটি নৌকা ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ প্রধান আরও জানান, মালয়েশিয়াগামী লোকজন প্রথমে একটি বড় নৌকায় উঠেছিল। কিন্তু সীমান্তের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষের নজর এড়াতে তাদের তিনটি ছোট নৌকায় স্থানান্তরিত করা হয়। প্রতিটি নৌকায় প্রায় ১০০ জন যাত্রী ছিল।

দীর্ঘদিন ধরে মুসলিম রোহিঙ্গা সংখ্যালঘুরা বৌদ্ধ-সংখ্যাগরিষ্ঠ মিয়ানমার থেকে পালিয়ে যাচ্ছেন। প্রায়শই নৌকা ডুবে মৃত্যু ও নিখোঁজের খবর আসে।

২০২১ সালে এক অভ্যুত্থানে সেনাবাহিনী ক্ষমতা দখল করে। তখন থেকে মিয়ানমারের বাহিনী এবং একাধিক সশস্ত্র বিরোধী দলের মধ্যে গৃহযুদ্ধ চলছে।

অনেক শরণার্থী মানবপাচারকারী চক্রের সহায়তায় মালয়েশিয়া এবং থাইল্যান্ডের মতো তুলনামূলকভাবে সমৃদ্ধ আঞ্চলিক দেশগুলোতে সমুদ্রপথে পাড়ি দেওয়ার চেষ্টা করে।

Tags :

International News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025