নিষেধাজ্ঞার কারণে লিওনেল মেসি সিনসিনাটির বিপক্ষে ছিলেন না। ইন্টার মায়ামিও জয় পায়নি। নিজেদের মাঠ চেজ স্টেডিয়ামে ড্র করেছিল হাভিয়ের মাশ্চেরানোর দল।
তবে মেসি ফিরতেই পাল্টে গেল দৃশ্যপট। জোড়া অ্যাসিস্টে রাঙালেন ‘প্রত্যাবর্তন’। মায়ামিও লিগস কাপের গ্রুপ পর্বে নিজেদের মাঠে অ্যাটলাসকে হারাল ২-১ গোলে।
নিষেধাজ্ঞা থাকায় আগের ম্যাচে মেজর সকার লিগে (এমএলএস) সিনসিনাটির বিপক্ষে খেলতে পারেননি মেসি। গত রবিবারের ম্যাচটিতে আর্জেন্টাইন ফরোয়ার্ড ছাড়াও ছিলেন না তার সতীর্থ জর্দি আলবা।
তবে উপস্থিত ছিলেন মাঠে। মাঠের বাইরে বসেই দলের গোলশূন্য ড্র দেখতে হয়েছিল মেসিকে। এমএলএসের অলস্টার ম্যাচে না খেলায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন ৩৮ বছর বয়সী তারকা।
লিগস কাপ দিয়ে নিষেধাজ্ঞা কাটিয়ে বৃহস্পতিবার মাঠে ফিরেছেন মেসি ও আলবা। মায়ামিও ফিরল জয়ের ধারায়। অ্যাটলাসের বিপক্ষে ৫৭ মিনিটে তালেসকো সেগোভিয়ার গোলে এগিয়ে যায় তারা।
রোমাঞ্চকর ম্যাচটিতে যোগ করা ষষ্ঠ মিনিটে মায়ামির জয়সূচক গোলটি করেন আর্জেন্টাইন ডিফেন্ডার মার্সেলো ওয়েইগান্ট। ভিএআর পরীক্ষা করে গোলের বাঁশি বাজান রেফারি। দুটি গোলেই অ্যাসিস্ট করেন মেসি। তার আগে ৮০ মিনিটে সমতয় ফিরেছিল অ্যাটলাস।
এই ম্যাচ দিয়ে মায়ামির হয়ে ম্যাচ খেলার সেঞ্চুরি করলেন বেঞ্জামিন ক্রেমাসচি। ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার ‘১০০’ লেখা জার্সি হাতে ছবি তোলেন সতীর্থদের সঙ্গে। মায়ামির কোনো ঘরের ছেলে এবারই প্রথম দলটির হয়ে ১০০ ম্যাচ খেললেন। ৭৭ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন বেঞ্জামিন।
এই ম্যাচ দিয়ে মায়ামির জার্সিতে অভিষেক হলো মেসির আর্জেন্টাইন সতীর্থ রদ্রিগো ডি পলের।
‘ক্ষুধা মেটেনি’ রোনালদোর
বয়স পেরিয়ে গেছে ৪০। এই বয়সে ফুটবলাররা বুটজোড়া তুলে রেখে কোচিংয়ে নাম লেখান। অথবা পরিবারের সঙ্গে অবসর জীবন যাপন শুরু করেন। তবে ক্রিস্টিয়ানো রোনালদো অন্য ধাতুতে গড়া মানুষ। নাহলে এই বয়সেও সর্বোচ্চ পর্যায়ে খেলে যাচ্ছেন কীভাবে!
আল নাসরের হয়ে আরেকটি মৌসুম শুরু করতে প্রস্তুত হয়ে আছেন রোনালদো। বুধবার রাতে প্রীতি ম্যাচেও গোল পেয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড।
নতুন মৌসুম শুরুর আগে অস্ট্রিয়ায় ফ্রান্সের লিগ আঁর ক্লাব তুলুজের মুখোমুখি হয়েছিল আল নাসর। প্রীতি ম্যাচটিতে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছে সৌদি প্রো লিগের ক্লাবটি।
২৫ মিনিটে ইয়ান গোবোর গোলে এগিয়ে যায় তুলুজ। ৩৩ মিনিটে ওয়েসলির অ্যাসিস্টে আল নাসরকে সমতায় ফেরান রোনালদো। গোলের পরই নিজের ট্রেডমার্ক উদযাপন ‘সিউউ’ উদযাপন করেন সিআর সেভেন।
৭৬ মিনিটে আল নাসরের জয়সূচক গোলটি করেন মোহামেদ মারান। এই জয়ের পর রোনালদো ম্যাচে নিজের কয়েকটি ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, “ক্ষুধা এখনো মেটেনি। এখনো কাজ বাকি, আর আমরা তো সবে শুরু করেছি।”
এই ম্যাচ দিয়ে আল নাসরের জার্সিতে অভিষেক হয়েছে জোয়াও ফেলিক্স। দুই দিন আগে মাত্র ২৫ বছর বয়সে চেলসি ছেড়ে দুই বছরের জন্য সৌদির ফুটবলে যোগ দেন রোনালদের পর্তুগিজ সতীর্থ।
রোনালদো এর আগে দুই মৌসুম আল নাসরের হয়ে খেলেছন। গত জুনে ক্লাবটির সঙ্গে ‘অধ্যায় শেষ’ হয়ে গেছে জানিয়েছিলেন তিনি। তবে কিছুদিন পর আবারও আল নাসরের সঙ্গে চুক্তি নবায়ন করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।