মেসি-রোনালদো : ফাইনালে কে সেরা?

সম্প্রতি সৌদি সুপার কাপের ফাইনালে ব্যর্থ হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল-নাসরের জার্সিতে শততম গোল করলেও শেষ পর্যন্ত ট্রফি হাতে তুলতে পারেননি তিনি। সৌদি আরবে বারবার ফাইনালে হোঁচট খাওয়ার এই ধারা ভক্তদের মনে আবারও জাগিয়েছে পুরোনো প্রশ্ন— বড় মঞ্চে, বিশেষ করে ফাইনালে ফুটবলের সবচেয়ে বড় দুই তারকা লিওনেল মেসি আর রোনালদোর রেকর্ড কেমন? কার পরিসংখ্যান বেশি উজ্জ্বল? চলুন দেখে নেওয়া যাক।

ক্রিশ্চিয়ানো রোনালদো

পর্তুগিজ সুপারস্টার রোনালদো ক্যারিয়ারে মোট ৩৯টি ফাইনালে অংশ নিয়েছেন। এর মধ্যে জিতেছেন ২৫টি, হার ১৪টিতে। ফাইনালে করেছেন ২৪ গোল, অ্যাসিস্ট মাত্র ২টি।

তার ক্যারিয়ারের বড় সাফল্য এসেছে ইউরোপিয়ান মঞ্চে— ৬টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালের মধ্যে জিতেছেন ৫টি। ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের হয়ে শিরোপা জেতার পথে একাধিক ফাইনালে গোলও করেছেন তিনি। এ ছাড়া ইউরো ২০১৬-তে জাতীয় দলের হয়ে ট্রফি জয়, নেশন্স লিগ ২০১৯ ও ২০২৫ এ শিরোপা জেতা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শীর্ষ মুহূর্ত।

তবে তার ক্যারিয়ারে হতাশার ফাইনালও কম নয়। ইউরো ২০০৪-এ নিজ দেশে ফাইনালে পর্তুগালের হার, ম্যানইউর হয়ে মেসির বার্সার কাছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হার, সাম্প্রতিক সময়ে সৌদি আরবে একের পর এক শিরোপা হাতছাড়া—এসবই ফাইনালের মঞ্চে তার উত্থান-পতনের ছবি স্পষ্ট করে।

লিওনেল মেসি

অন্যদিকে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি খেলেছেন মোট ৪৯টি ফাইনাল, যেখানে জিতেছেন ৩১টি শিরোপা। গোল করেছেন ৩৫টি, অ্যাসিস্ট দিয়েছেন ১৫টি। অর্থাৎ প্রতিটি ফাইনালে তার গড় অবদান একের বেশি (১.০২)।

জাতীয় দলের হয়ে প্রথমদিকে বারবার ব্যর্থতার মুখ দেখেছেন—২০০৭, ২০১৫, ২০১৬ সালের কোপা আমেরিকার ফাইনাল হার তার ক্যারিয়ারে ছায়া ফেলেছিল। কিন্তু শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়েছেন দারুণভাবে। কোপা আমেরিকা ২০২১ জিতে দেশের ২৮ বছরের শিরোপা খরা ভেঙেছেন। এরপর ফাইনালিসিমা ২০২২-এ ইতালিকে হারিয়ে শিরোপা জেতেন, আর ক্যারিয়ারের শীর্ষ সাফল্য—বিশ্বকাপ ২০২২ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে দুই গোল করে আর্জেন্টিনাকে এনে দেন সোনালি মুহূর্ত, এ ছাড়াও পরের বছর আবার কোপার শিরোপা ধরে রেখেছে তার দল।

ক্লাব পর্যায়েও বার্সেলোনার হয়ে অসংখ্য ফাইনালে নির্ধারক ভূমিকা রেখেছেন। চ্যাম্পিয়নস লিগ, লা লিগা সুপার কাপ কিংবা কোপা দেল রে—প্রায় প্রতিটি আসরের ফাইনালে গোল বা অ্যাসিস্টে তার অবদান অমূল্য।

তুলনামূলক বিশ্লেষণ

ধারাবাহিকতা: মেসি প্রায় প্রতিটি ফাইনালে সরাসরি অবদান রেখেছেন (গোল বা অ্যাসিস্ট), যা তার ফাইনাল পারফরম্যান্সকে অনন্য করেছে।
বড় টুর্নামেন্ট: রোনালদো চ্যাম্পিয়নস লিগে বেশি সফল, যেখানে তিনি আসরের সেরা ফাইনাল পারফরমারদের একজন। অন্যদিকে মেসির মুকুট রত্ন বিশ্বকাপ জয়ের মতো সাফল্য।

জাতীয় দল: মেসির বেশ কয়েকটি বড় আন্তর্জাতিক ফাইনাল জয় (কোপা আমেরিকা, ফাইনালিসিমা, বিশ্বকাপ, অলিম্পিক স্বর্ণ) তাকে উজ্জ্বল করেছে। রোনালদোর দুটি বড় আন্তর্জাতিক শিরোপা আছে (ইউরো, নেশনস লিগ)।

সাম্প্রতিক ফর্ম: মেসি এখনো ইন্টার মায়ামির হয়ে নতুন আসরে গোল-অ্যাসিস্টে দারুণ ধারাবাহিক। অন্যদিকে রোনালদো সৌদি আরবে ফর্মে থাকলেও একাধিক ফাইনালে হোঁচট খেয়েছেন।

সংখ্যা, পরিসংখ্যান ও সাফল্যের আলোকে দেখা যায়— ফাইনালের মঞ্চে মেসি এগিয়ে। তার অবদান শুধু গোলেই সীমাবদ্ধ নয়, খেলার গতি ও ছন্দ নিয়ন্ত্রণ করতেও তিনি ছিলেন অনন্য। তবে রোনালদোর অবদানও অবিস্মরণীয়—বিশেষ করে ইউরোপীয় ক্লাব ফুটবলের ফাইনালে তিনি ছিলেন এক ‘বিগ ম্যাচ প্লেয়ার’।

শেষ পর্যন্ত, দুজনের পথ আলাদা হলেও ইতিহাসে তাদের জায়গা এক— রোনালদো হলেন ফাইনালের যোদ্ধা, আর মেসি ফাইনালের শিল্পী।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025