মেঘালয়ের পূর্ব খাসি পাহাড় জেলায় ডাকাতির চেষ্টার অভিযোগে চার বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং স্থানীয় পুলিশ। ধৃতদের মধ্যে একজন প্রাক্তন পুলিশ কনস্টেবল বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, গত সোমবার রাতে মেঘালয়ের মাওকিনরেহ গ্রামের এক বাসিন্দার বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে ওই দলটি। বাড়ির মালিক বাধা দিলে তাঁর ওপর হামলা চালানো হয়। এরপরই গ্রামবাসীরা একত্রিত হয়ে তাঁদের ধাওয়া করে। খবর পেয়ে বিএসএফ এবং পুলিশ যৌথ অভিযান চালিয়ে সীমান্ত থেকে প্রায় ৮ কিলোমিটার ভেতরে তাঁদের আটক করে।
ধৃতদের কাছ থেকে একটি দেশি বন্দুক, গুলি এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। জানা গেছে, ধৃতরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ধৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই ঘটনায় দুই দেশের সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।