যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত হয়েছে একটি এফ-৩৫ যুদ্ধবিমান। মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, লেমুর নেভাল এয়ার স্টেশনের কাছাকাছি দুর্ঘটনার কবলে পড়ে যুদ্ধবিমানটি। তবে সময়মতো ইজেক্ট করতে পারায় পাইলট অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছেন।
সিএনএন জানিয়েছে, বুধবার (৩০ জুলাই) এক আনুষ্ঠানিক বিবৃতিতে নেভাল এয়ার স্টেশন লেমুর জানায়, পাইলট সফলভাবে বিমানের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসেন এবং নিরাপদেই আছেন। দুর্ঘটনায় অন্য কোনো ব্যক্তি আহত হননি বলেও নিশ্চিত করে নৌবাহিনী।
তবে ঠিক কী কারণে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। নৌবাহিনী জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে।
এদিকে, মার্কিন সামরিক প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন, যারা এফ-৩৫ যুদ্ধবিমান তৈরি করে, তারা এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। নিয়মিত অফিস সময়ের বাইরে থাকায় তাদের প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স।
উল্লেখ্য, এফ-৩৫ যুদ্ধবিমানকে মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে আধুনিক ও ব্যয়বহুল যুদ্ধবিমান হিসেবে ধরা হয়। প্রযুক্তির সর্বোচ্চ সমন্বয়ে তৈরি এই বিমানে রয়েছে স্টেলথ ক্ষমতা, উন্নত সেন্সর প্রযুক্তি ও বহুমুখী যুদ্ধ সক্ষমতা।