মালয়েশিয়া থেকে ফেরত আসারা জঙ্গি নয়, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করেছেন, মালয়েশিয়া থেকে যাদেরকে দেশে ফেরত পাঠানো হয়েছে তারা কোনো জঙ্গি নয়। ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে মালয়েশিয়া সরকার তাদেরকে ফেরত পাঠিয়েছে।

রবিবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মালয়েশিয়া থেকে যে তিনজন এসেছেন তারা জঙ্গি নয়, তাদের মূলত ভিসার মেয়াদ শেষ হয়েছে। দেশেও জঙ্গিবাদের সঙ্গে এদের কোনো সম্পৃক্ততা নেই। বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদ নেই। গত ১০ মাসে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুক্রবার এক সংবাদ সম্মেলনে দেশটির পুলিশপ্রধান খালিদ ইসমাইল জানান, সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, তারা সিরিয়া ও বাংলাদেশে আইএস সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোকে অর্থ পাঠাতেন। গ্রেপ্তারদের মধ্যে ১৫ জনকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে এবং ১৬ জন মালয়েশিয়া পুলিশের হেফাজতে রয়েছে। পুরো নেটওয়ার্কে ১০০ থেকে ১৫০ জনের সম্পৃক্ততা থাকতে পারে বলে দেশটির পুলিশ প্রধান জানান।

এমন অবস্থার মধ্যে শুক্রবার প্রবাসীকল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল বলেন, মালয়েশিয়া থেকে তিনজন দেশে ফিরেছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে আরও যারা আসবেন, তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। কারও বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ মিললে অবশ্যই তাদের বিচারের আওতায় আনা হবে।

এর দুইদিন পর স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, বাংলাদেশে কোনো জঙ্গি নেই। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রেস রিলিজ দেওয়া হয়েছে। যারা ফিরেছেন, তারা মূলত ভিসা সমস্যার কারণে দেশে এসেছেন।

মালয়েশিয়া পুলিশের বক্তব্য সম্পর্কে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশ চিফ যাদের কথা বলেছে, তারা এখনো দেশে ফেরেননি। তাদের বিষয়ে আমরা সরকারি পর্যায়ে যোগাযোগ করছি এবং তদন্ত করছি। ওখানকার আইজিপি কী বলেছেন, আমি জানি না। আমরা এখনো সরকারি কোনো বার্তা পাইনি।

বাংলাদেশে জঙ্গিদের কোনো নেটওয়ার্ক আছে কিনা—এমন প্রশ্নে জাহাঙ্গীর আলম বলেন, না, বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই।

জিজ্ঞাসাবাদের জন্য দেশে ফেরা তিনজনকে ইমিগ্রেশন পুলিশের বদলে কেন সরাসরি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে—জানতে চাইলে তিনি বলেন, ইমিগ্রেশন থেকে নেওয়া হয়েছে, এতে সমস্যা কী?

সংবাদমাধ্যমের ভূমিকাকে প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নেই। গণমাধ্যমের সহযোগিতায় আমরা তা নির্মূল করেছি। গত ১০ মাসে কেউ কোনো জঙ্গি সংক্রান্ত তথ্য দিতে পারেনি—এটাই প্রমাণ করে দেশে এখন জঙ্গিবাদ নেই।

প্রবাসী বাংলাদেশিদের ওপর জঙ্গি তকমা আরোপের বিষয়টি দেশের ভাবমূর্তির ওপর প্রভাব ফেলছে কিনা—এমন প্রশ্নে জাহাঙ্গীর আলম বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ভালোভাবে উত্তর দিতে পারবে।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025