ঠাকুরগাঁওয়ে হজরত বাবা শাহ সত্যপীরের মাজারে ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) গভীর রাতে এই মাজারে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মাজারটি ঠাকুরগাঁও বিজিবি ক্যাম্পের সামনে অবস্থিত।
স্থানীয়দের ধারণা, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে করার উদ্দেশ্যে একটি চক্র পরিকল্পিতভাবে এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতের আঁধারে অজ্ঞাত দুর্বৃত্তরা মাজারে প্রবেশ করে মাজারের গ্রিল ভেঙে ফেলে। এ সময় মাজারের পাশে থাকা তিনটি কবরও ভাঙচুর করা হয়। তবে মূল মাজার ও দান বাক্স অক্ষত রয়েছে।
শাহ সত্যপীর মসজিদ ও গোরস্থান কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল ইসলাম বাবুল বলেন, আমরা ফজরের নামাজ আদায় করতে এসে দেখি মাজারের গ্রিল ও কয়েকটি কবর ভাঙচুর করা হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার, ডিবি পুলিশ, থানা পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন বলেন, পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডিবি ও থানা পুলিশসহ সংশ্লিষ্ট ইউনিটগুলো ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে। খুব শিগগিরই দোষীদের আইনের আওতায় আনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।




