নেসকো কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে ফেলার হুমকি দিলেন সারজিস

দুর্নীতি ও চাঁদাবাজবিরোধী লংমার্চ শেষে পথসভায় বক্তব্যের সময় বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় নেসকো কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে দেওয়ার হুমকি দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার রাতে পঞ্চগড় জেলা শহরের শেরে বাংলাপার্কের জুলাই স্মৃতিস্তম্ভে সমাপনী পথসভায় এই হুমকি দেন তিনি। তার ওই বক্তব্যের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, সারজিস আলম বলেন- ‘একবার নয়, দুইবার নয়, এবার নিয়ে তিনবার এনসিপির অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিল। নেসকোর যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে। এনসিপির প্রোগ্রামের সময় এটা হয় কেন? একদিন হয়তো দুইদিন কিছু বলতাম না। কিন্তু আজ নিয়ে তিনদিনই এটা হইছে।’

তিনি বলেন, ‘যারা এই কাজ করেছে, তারা হচ্ছে রাজনৈতিক বেশ্যা, রাজনৈতিক দেউলিয়াদেরকে আমরা দেখে নেব। তাদের কলিজা কতো বড় হইছে। কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব। এরপর দেখব পঞ্চগড়ের নেসকোর দায়িত্বে কে আছে।’

নেসকো কর্মকর্তাদের উদ্দেশ্য করে সারজিস বলেন, ‘আমরা মনে করি, আপনারা রাজনৈতিক দেউলিয়া। আপনারা রাজনৈতিক চাটুকার। আপনারা একেকজন রাজনৈতিক তোষামোদকারী পা চাটা। এজন্য এনসিপির প্রোগ্রামের সময় প্রত্যেকবার এইটা হয়। আমি সারজিস আলম এখানে ঘোষণা দিয়ে যাচ্ছি, এরপর থেকে যদি কোনো প্রতিষ্ঠান পঞ্চগড়ে রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ করে, ওই প্রতিষ্ঠান এখানে থাকবে না। এটা আমার নিজের কমিটমেন্ট।’

গতকাল শনিবার দুপুর থেকে দুর্নীতি ও চাঁদাবাজবিরোধী এই লংমার্চ কর্মসূচিতে পঞ্চগড়ে দেড় থেকে দুই হাজার মোটরসাইকেল নিয়ে নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। এই লংমার্চ জেলার পাঁচ উপজেলা প্রদক্ষিণ করে। বিভিন্ন স্থানে পথসভার পর রাতে জেলা শহরে জুলাই স্মৃতি স্তম্ভে এই সমাপনী পথসভা আয়োজন করা হয়। পথসভাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতিও নেয় এনসিপি। শহরের বিভিন্ন স্থানে অন্তত ৩০টি মাইক লাগানো হয়। রাতে পথসভায় সারজিস আলম বক্তব্য শুরু করলে কয়েক মিনিটের মাথায় বিদ্যুৎ চলে যায়। তবে তার বক্তব্য চলাকালীন সময়ে আবারও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025