খুলনা মহানগর দায়রা জজ আদালতের সামনে গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত হয়েছেন। আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে।
গুলিবিদ্ধ হয়ে নিহত দুইজনের নাম রাজন (২৮) ও আতিক।
পুলিশ জানায়, রাজন ও আতিক আদালতে হাজিরা শেষে বের হলে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি বলেন, আজ রবিবার দুপুরে আদালতের সামনে দুইজনকে গুলি করা হয়। তারা আদালতে অস্ত্র মামলায় হাজিরা দিতে এসেছিলেন।




