আজ যদি একটা খবর দেখেন যে কাশ্মীরে তেরো বছর বয়সী একটি মুসলিম মেয়েকে দলবেঁধে ধর্ষণ করেছে ভারতের অন্য প্রদেশ থেকে আসা তিনজন যুবক, আপনার প্রতিক্রিয়া কি হবে? আপনি চাইলে ছোট একটা পরীক্ষা করে দেখতে পারেন। এইরকম একটা ফেইক নিউজ তৈরি করে ফেসবুকে ছেড়ে দেন, দেখবেন বাংলার লাখো বীরপুরুষ যুদ্ধ ঘোষণা করে ফেলবে, প্রতিবাদের ঝড় বয়ে যাবে দেশের এই মাথা থেকে ঐ মাথা। সমাজবিজ্ঞানের অভিধান থেকে কঠিন কঠিন সব জার্গন তুলে এনে সিরিয়াস গবেষণাধর্মী পোস্ট লিখবে পণ্ডিতরা। ভুল বললাম? পরীক্ষা করে দেখেন।
উপরে যে খবরটা বললাম, সেটা কাল্পনিক। কিন্তু এইরকম ঘটনা ঘটেছে, আপনার নিজের দেশে- ঘটনার দুইদিন পার হয়েছে। ঘটনাস্থল কাশ্মীর নয়, আমাদের খাগড়াছড়ি, আর মেয়েটি মুসলিম মেয়ে নয় আমাদেরই একজন আদিবাসী। এইবার আপনার প্রক্রিয়া কি হবে বলেন? এই খবরটা কাগজেও এসেছে- প্রথম আলোতে এসেছে, আরও অনেক কাগজে এসেছে। আমার প্রিয় মাতৃভূমির এতো বড় জনসংখ্যা, কেউ বলে আঠারো কোটি কেউ বলে বিশ- কি প্রতিক্রিয়া হয়েছে? কিসসু না। আপনারা সবই ঠিকমত খাচ্ছেন দাচ্ছেন, শুক্রবার উদযাপন করছেন, সন্তানের মুখে চুমু দিয়ে জুমার নামাজ পড়তে গেছেন।
ও ভাই, তেরো বছর বয়সী একটি বাচ্চা, হোক সে আমার মেয়ে আপনার মেয়ে বা কোন ইংরেজ জার্মান বা স্লোভাক পিতার কন্যা, ওর সাথে যে অন্যায়টা হয়েছে সেটা তো পৃথিবীর সর্বত্রই অন্যায়। আমি দুই কন্যার পিতা, আমি অনুভব করতে পারি খাগড়াছড়ির ঐ বাচ্চাটার পিতার হৃদয়ের কি অবস্থা হতে পারে। আমার দুইজন বোন আছে, ওরাও একসময় ছোট ছিল, আমি অনুভব করতে পারি এই অবস্থায় একজন ভাইয়ের হৃদয়ে কি ঝড় বয়ে যেতে পারে। আপনিও তো কোন না কোন কন্যা শিশুর পিতা বা ভ্রাতা– হয়তো কোন সময় আপনার কন্যা বা ভগ্নী ঐ বয়সী ছিল। আপনি বলুন।

খাগড়াছড়ির মানুষ প্রতিবাদ করছে। কেন করবে না। ওদের হৃদয়ে আগুন। আমার বোন ধর্ষিতা হয়েছে, আমার কন্যা ধর্ষিতা হয়েছে আমি বিক্ষুব্ধ হবো না? আর পাহাড়ে তো এইরকম ঘটনা নিয়মিত ঘটছে, নারীদের উপর অত্যাচার হয়, ধর্ষকদের কোন বিচার হয় না। উল্টো যারা প্রতিবাদ করে, বিচার দাবী করে ওদের উপর অত্যাচার নির্যাতন হয়। উদাহরণ চান? এতো উদাহরণ দিতে পারি যে আপনি চমকে উঠবেন। বিচারই তো চাইছি আমরা, আমরা তো ধর্ষকদের হত্যা করতে চাইনি! আমরা তো দাঙ্গা হাঙ্গামা করতে চাচ্ছি না, আমরা কেবল বিচার চাইছি– আমার কন্যাকে যারা ধর্ষণ করেছে ওদেরকে গ্রেফতার কর, বিচার কর।
আমি তো আছি খাগড়াছড়ির তরুণদের পাশে। আজ ওরা খাগড়াছড়িতে বিক্ষোভ করছে, আপনারা জানবেন, ঢাকায় একজন ইমতিয়াজ মাহমুদ ওদের পাশে আছে। আমার কেবল একটা আফসোস, কম বেশী দুই কোটি মানুষ নাকি ঢাকায় বাস করে, দুই কোটি মানুষের শহর যদি একবাড় গর্জন করে উঠত, তাইলে হয়তো বিচার নিশ্চিত হতো। মেয়েটি পাহাড়ি আদিবাসী ঘরে জন্মেছে, ওর জন্যে আপনারা গর্জন কেন করবেন! করবেন না। কাশ্মীরি কন্যা হলে করতেন।
পাহাড়ের আদিবাসী মানুষের লড়াই পাহাড়ের মানুষকেই লড়তে হবে।




