জি এম কাদেরের বাড়িতে হামলা ও ভাঙচুর


রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলার ঘটনা ঘটেছে। এ সময় বাসার সামনে থাকা মোটরসাইকেলে আগুন দেয়া হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার পর রংপুর নগরীর সেনপাড়া এলাকার ওই বাড়িতে (স্কাইভিউ) এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে উত্তজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে নগরীতে।

বিকেলে ওই বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন জি এম কাদের। এ সময় ‘অন্তর্বর্তী সরকার নির্বাচন দিতে পারবে না, তাদের সে ইচ্ছা ও ক্ষমতা নেই’ মন্তব্য করে তিনি বলেন, নির্বাচন কমিশনের নিবন্ধিত জাতীয় পার্টিকে রাজনৈতিক দল হিসেবে স্বীকার করছে না সরকার। অথচ যে দলটি নিবন্ধন পায়নি, তারা সর্বক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছে। সরকার পৃথকীকরণ নীতি পালন করছে। দেশের বৃহৎ অংশকে তারা সব রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করে কোণঠাসা করছে।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসির, আজমল হোসেন লেবু, জেলা যুবসংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম প্রমুখ উপস্থিত ছিলেন।

জি এম কাদের রংপুরে অবস্থান করার খবরে ক্ষুব্ধ হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। রাত ৮টার দিকে জাপা চেয়ারম্যানকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে তারা বিক্ষোভ মিছিল বের করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাত পৌনে ৯টার দিকে রংপুর প্রেস ক্লাব এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কাদেরের বাসভবনে হামলা চালান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা। পরে তারা সেখান থেকে ফিরে গ্র্যান্ড হোটেল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন।

জি এম কাদেরের বাড়িতে হামলার খবরে স্কাই ভিউতে ছুটে যান জাতীয় পার্টির নেতারা। রাত ১০টার দিকেও তারা সেখানে অবস্থান করছিলেন। সেখানে থাকা জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটির সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘হামলার সময় জি এম কাদের বাসাতেই ছিলেন। তিনি অক্ষত আছেন। হামলাকারীরা অতর্কিত বাসায় ইটপাটকেল নিক্ষেপসহ সামনে থাকা কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।’ বাসার ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত জানাতে পারেননি তিনি।

হামলার ঘটনায় জাতীয় পার্টির নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীর মুখোমুখি অবস্থানে নগরে চরম উত্তেজনা তৈরি হয়। এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলার আহ্বায়ক আল ইমরাম বলেন, ‘শুনেছি আমাদের লোকজন হামলা চালিয়েছে।’ এর বেশি কিছু বলতে চাননি তিনি।

রংপুর মহানগর পুলিশের কমিশনার মজিদ আলী বলেন, জি এম কাদেরের বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025