‘জুলাইয়ের একতা আর নেই’

গণঅভ্যুত্থানের সময় যে ঐক্য ছিল, সেটি এখন আর দেখছেন না অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। এ নিয়ে আক্ষেপ জানিয়েছেন তিনি।

২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া এই অভিনেত্রী ২০২৪ এর গণঅভ্যুত্থানে রাজপথের পাশাপাশি ও সামাজিক মাধ্যমেও ছিলেন সক্রিয়।

সেই জুলাই আন্দোলন নিয়ে নওশাবা বলেন, ‘আমার কাছে জুলাই মানে একতা, কিন্তু এখন সেই একতা দেখছি না। তবে আমি খুবই আশাবাদী একজন মানুষ। সব সময় আশা নিয়েই বাঁচি। আমি মনে করি, যাদের ওপর আমরা আস্থা এনেছি, তারা আমাদের সে বিশ্বাসের মূল্য দেবেন।’

নওশাবা বলেন, ‘আমি ৭১ দেখিনি, কিন্তু ২৪ এর জুলাই দেখেছি। এই সময়ে দেখেছি কত মানুষ জীবন দিয়েছেন, কত মানুষ হাত-পা হারালেন। এ সব দেখার পর নিশ্চয় কোনো দেশপ্রেমিক তার দেশের ক্ষতি চাইবেন না।’

ওটিটিতে মুক্তি পেয়েছে নওশাবা অভিনীত ‘কানাগলি’ শিরোনামের একটি একটি ওয়েব সিরিজ। এটি পরিচালনা করেছেন আহমেদ জিহাদ। প্রায় দুই বছর আগে এটির শুটিং শেষ করেন তিনি। এতে অভিনেত্রী এক সঙ্গে ভালো ও খল- দুই ধরনের চরিত্রেই অভিনয় করেছেন।

এর আগে নওশাবাকে দেখা গেছে নুহাশ হুমায়ূনের ‘২ ষ’ সিরিজে। এটি গেল বছর মুক্তি পেয়েছে। এরপর কেটে গেছে প্রায় ১১ মাস। নতুন কোনো কাজে দেখা যায়নি তাকে। কিন্তু কেন?

উত্তরে তিনি বলেন, ‘আমি জানি না কেন আমাকে কেউ ডাকেনি। আগে হয়ত অনেকের ভয় ছিল আমাকে নিয়ে কাজ করার। এখন কেন ডাকে না সেটির উত্তর আমার কাছে নেই। তবে আমি নিরাশ নই। এছাড়া আমি দুঃখ বিক্রি করেও চলতে চাই না।’

ক্যামেরার সামনে কাজ না থাকলেও নওশাবা নিয়িমিত কাজের মধ্যেই আছেন জানিয়ে বলেন, ‘আগামী মাসে থিয়েটারে আমার নির্দেশনায় একটা কাজ আসবে। সেটি নিয়ে ব্যস্ত আছি। আমি যেহেতু চরুকলাতে পড়ালেখা করেছি তাই আমার কাজের আরও অনেক অপশন আছে। সত্যি বলতে, আমি সব সময় শিল্প চর্চার মধ্যেই থাকি।’

জুলাই বিপ্লবের পর নতুন করে গঠন করা হয় বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট বোর্ড। সেই বোর্ডের সদস্য করা হয় নওশাবাকে। অভিনেত্রী এখন সেটি নিয়েও ব্যস্ত আছেন জানান।

Tags :

Entertainment Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025