ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর। এছাড়া ১৬৫ জন আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার দুপুরে আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুপুর ১২টা পর্যন্ত হতাহতের তথ্য জানানো হয়।
হাসপাতালগুলোর আপডেট সম্পর্কে আইএসপিআর জানায়, যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় কুয়েত মৈত্রী হাসপাতালে আহত ৮ জন ভর্তি। এছাড়া বার্ন ইউনিটে আহত ৪৬, নিহত ১০; ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত ৩, নিহত ১; ঢাকা সিএমএসিচ হাসপাতালে আহত ২৮, নিহত ১৬; ঢাকা নুবানা জেনারেল হাসপাতালে অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে আহত ১৩, নিহত ২; উত্তরা আধুনিক হাসপাতালে আহত ৬০, নিহত ১।
উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত ১; শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে আহত ১; ঢাকা ইউনাইটেড হাসপাতালে আহত ২, নিহত ১ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আহত ৩ অবস্থায় ভর্তি আছেন।
প্রসঙ্গত, সোমবার বিমান বাহিনীর এফ-৭ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুলে আছড়ে পড়ে।