চোর সন্দেহে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর সদর উপজেলার লক্ষীরচর ইউনিয়নের চর যথার্থপুরের উজানপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। এ জন্য তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হবে।
স্থানীয়দের বরাত দিয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল মো. আতিক জানান, সকালে তিনজন ব্যক্তি গ্রামে মোবাইল ফোন চুরির উদ্দেশ্যে কয়েকটি বাড়িতে প্রবেশ করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের ধাওয়া করলে দুজন পালিয়ে যান। তবে একজন ধরা পড়েন। পরে তাকে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।