খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে আক্তার হোসেন নামে এক যুবকের দুই হাতের কবজি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে বটিয়াঘাটা উপজেলার দারোগার ভিটা এলাকায় এ ঘটনা ঘটেছে। বর্তমানে ওই যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নৃশংসতার শিকার যুবকের নাম আক্তার হোসেন। তিনি খুলনা নগরীর গল্লামারি এলাকার চাঁদ আলী মোল্লার ছেলে এবং বড় বাজার এলাকার একটি হোটেলের কর্মী।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের জুনিয়র কনসালটেন্ট বাপ্পা রাজ বলেন, ধারালো অস্ত্রের আঘাতে আক্তার হোসেনের বাম ও ডান হাতের নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বাম হাতের অবস্থা খুবই খারাপ। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
বটিয়াঘাটা থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, দুর্বৃত্তরা আক্তার হোসেনের পূর্বপরিচিত। সকালে তারা তাকে মোটরসাইকেলে করে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে জখম করেছে। এ সময় চারজন উপস্থিত ছিল।
তিনি বলেন, সন্ত্রাসীদের ধারণা ছিল আক্তার হোসেন পুলিশের সোর্স হিসেবে কাজ করেন এবং সন্ত্রাসীদের সম্পর্কে পুলিশের কাছে তথ্য প্রদান করেন। এই ক্ষোভ থেকেই আক্তারের ওপর হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।




