জয়ার সিনেমার ট্রেলার শেয়ার করলেন অমিতাভ

মুক্তির অপেক্ষায় আছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত ভারতীয় বাংলা সিনেমা ‘ডিয়ার মা’। সিনেমাটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আর এ সিনেমা নিয়ে বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চনের সামাজিক মাধ্যমে পোস্ট দেখে উচ্ছ্বসিত জয়ার ভক্ত-অনুরাগীরা।

নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘ডিয়ার মা’ সিনেমায় জয়াকে দেখা যাবে মায়ের চরিত্রে। আগামী ১৮ জুলাই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় ‘ডিয়ার মা’ সিনেমাটির ট্রেলার প্রকাশ করেছে নির্মাতা প্রতিষ্ঠান। এটি মুক্তির পর সিনেমাপ্রেমী দর্শকদের কাছ থেকে প্রশংসা লাভ করেছে।

‘ডিয়ার মা’ সিনেমার গল্পে উঠে এসেছে একজন মা ও মেয়ের সম্পর্কের টানাপোড়েন। এ সিনেমার শুরুতেই দেখা যায় মেয়ে দাবা খেলছে আর মা সেটি দেখছেন। টানাপোড়েনের দ্বন্দ্ব শুরু হলেও এর ভালোবাসায় সমাপ্তি আছে।

এর আগে অনিরুদ্ধ রায় চৌধুরী নির্মিত হিন্দি সিনেমা ‘কড়ক সিং’-এ জয়া আহসান অভিনয় করেছিলেন। সেটি ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে মুক্তি পায়। সেই সিনেমার মাঝে বিরতির পর বাংলা সিনেমা পরিচালনায় ফিরলেন নির্মাতা। এ দুই মূল চরিত্রে অভিনয় করেছেন জয়া ও চন্দন রায় সান্যাল। এতে আরও আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, মালয়ালম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামন প্রমুখ।

এদিকে জয়া আহসানের ‘ডিয়ার মা’ সিনেমার ট্রেলার মুক্তির পর আলোচনা এখন আরও একধাপ এগিয়েছে। কারণ বলিউডের বিগ বি খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন ‘ডিয়ার মা’ সিনেমাটির ট্রেলার সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন। সেই সঙ্গে নির্মাতাসহ সিনেমাসংশ্লিষ্ট সবাইকে শুভকামনা জানিয়েছেন। প্রশংসায় ভাসিয়েছেন এ বর্ষীয়ান অভিনেতা।

শুক্রবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে জয়ার নতুন সিনেমার ট্রেলার নিজের ফেসবুকে শেয়ার করে অমিতাভ বচ্চন লিখেছেন— ‘টনিদা (অনিরুদ্ধ রায় চৌধুরী), আমার শুভকামনা সব সময়।’ অমিতাভের এ পোস্টের কমেন্টে সবাই বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানকে শুভেচ্ছা জানাচ্ছেন।

উল্লেখ্য, গত ঈদুল আজহায় জয়া আহসানকে ‘তাণ্ডব’ ও ‘উৎসব’ সিনেমায় দেখা গেছে। সেই সিনেমাটি দুটি বেশ আলোচনায় এসেছে।

Tags :

Rajib Ahmed

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025