জনকণ্ঠের সব কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়ে ফেসবুকে একটি পোস্ট করা হয়েছে। শনিবার (২ আগস্ট) দুপুরে পত্রিকাটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত পোস্ট করা হয়।
পোস্টে বলা হয়েছে, আগস্ট উপলক্ষে স্বৈরাচারের দোসর জনকণ্ঠ পত্রিকা গতকাল কালো রঙ ধারণ করেছিল। তার প্রতিবাদে আমরা লাল রঙ দিয়ে আজ পত্রিকা বের করার কারণে জুলাই বিপ্লবের পক্ষে থাকা সব সাংবাদিককে চাকরিচ্যুত করেছেন পত্রিকার সম্পাদক শামিমা এ খান।
চাকরিচ্যুতরা বলেছেন, দৈনিক জনকণ্ঠের মালিক পক্ষ স্বৈরাচার আওয়ামী লীগের শোকের মাস আগস্ট কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে পত্রিকার ব্যানার লাল থেকে কালো করার প্রতিবাদ করায় ২০ জন সাংবাদিককে হঠাৎ চাকরিচ্যুত করা হয়।
এ ছাড়া ‘জনকণ্ঠের সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে জনকণ্ঠে কর্মরত সাংবাদিকেরা’ শিরোনামে একটি খবরে বলা হয়, ‘মালিক পক্ষ উক্ত ঘটনার সুষ্ঠু সুরাহা না করা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। ’
এদিকে, পত্রিকাটির সিনিয়র রিপোর্টার ইসরাফিল ফরাজী তার ফেসবুকে পেজে বিষয়টি নিয়ে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘গতকাল জনকণ্ঠ পত্রিকা জুলাইয়ের বিপক্ষে গিয়ে আগস্টের শোক পালন করে কাল রঙ ধারণ করে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করে আজ জনকণ্ঠ পত্রিকার প্রথম পেজ লাল করার কারণে জুলাইয়ের পক্ষে থাকা আমিসহ সকল সাংবাদিকদের বেআইনিভাবে বরখাস্ত করেছে স্বৈরাচারের দোসররা। এবার কারও মুখে মব… বয়ান শুনলে … দিব।’
পত্রিকাটির অনলাইনে আরেক সংবাদে বলা হয়, ‘জুলাইয়ের পক্ষ নেওয়ায় ২০ সাংবাদিককে চাকরিচ্যুত করেছে জনকণ্ঠ। এর প্রতিবাদে পত্রিকাটির সব বিভাগের সাংবাদিক, কর্মকর্তারা কর্মবিরতি পালন করছেন। অব্যাহতি পাওয়া সাংবাদিকদের মধ্যে প্ল্যানিং এডিটর জয়নাল আবেদীন শিশির, অ্যাডভাইজার (অনলাইন) সাবরিনা বিনতে আহমেদ, ডেপুটি চিফ রিপোর্টার ইস্রাফিল ফরায়েজী, অনলাইন চিফ ফুয়াদ হাসান, ডিজিটাল প্রধান নুরুজ্জামান, সিনিয়র রিপোর্টার আবদুর রহিম, সিকিউরিটি ইনচার্জ জাহাঙ্গীর আহমেদ রয়েছেন।’