যে কারণে প্রতি রাতে স্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করেন রবি কিষাণ

ভারতীয় চলচ্চিত্রের সব ইন্ডাস্ট্রির পরিচিত মুখ রবি কিষাণ। অভিনয়ে তুমুল জনপ্রিয়তার পাশাপাশি রাজনীতির ময়দানেও পেয়েছেন সাফল্য। নিজের এই সাফল্যের পেছনে স্ত্রী প্রীতি শুক্লার অবদান সবচেয়ে বেশি বলে জানিয়েছেন এই অভিনেতা। আর তাই কৃতজ্ঞতা প্রকাশের জন্য প্রতি রাতে স্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করেন রবি কিষাণ। এটা তাঁর প্রতিদিনের অভ্যাস।

রবি কিষান সংসারের এই গোপন তথ্যটি ফাঁস করেছেন ভারতের জনপ্রিয় উপস্থাপক কপিল শর্মার সঙ্গে আলাপকালে। সম্প্রতি অজয় দেবগনের সঙ্গে ‘সন অব সরদার টু’ সিনেমায় অভিনয় করেছেন রবি। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১ আগস্ট। সিনেমার প্রচারের অংশ হিসেবে সম্প্রতি নেটফ্লিক্সের দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-তে গিয়েছিলেন অজয় দেবগন, ম্রুনাল ঠাকুর, রবি কিষাণ, সঞ্জয় মিশ্রাসহ সিনেমাটির কলাকুশলীরা।

সেখানে আলোচনার এক পর্যায়ে রবি কিষাণের কাছে কপিল শর্মা জানতে চান, তিনি না কি রোজ রাতে ঘুমানোর আগে স্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করেন! এ কথা স্বীকার করে রবি বলেন, ‘হ্যাঁ, আমি এটা করি। ও কখনও আমাকে এটা করতে দেয় না। তবে ও যখন ঘুমায়, তখন পা ছুঁয়ে প্রণাম করি।’

এর কারণ হিসেবে রবি কিষাণ বলেন, ‘কারণ ও (স্ত্রী) আমার দুঃসময়ের সঙ্গী। যখন আমার কিছুই ছিল না, কোনো অর্থ সম্পদ ছিল না; তখনো সে আমার সঙ্গ ছাড়েনি। সকল উত্থান-পতনে একমাত্র ভরসা হয়ে সে ছিল আমার পাশে। আজ আমার যত অর্জন, যত সাফল্য; সবই ওর জন্য।’

অনুষ্ঠানে দর্শকসারিতে রবি কিষাণের ছেলেও উপস্থিত ছিলেন। তার দিকে তাকিয়ে অভিনেতা বলেন, ‘এখানে আমার ছেলেও বসে আছে। সে জানে, আমার স্ত্রী যেভাবে আমাকে আগলে রেখেছে, তাতে সে পা ছোঁয়ার যোগ্য।’

এর আগেও সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর প্রশংসা করে তাঁকে নিজের ‘সাপোর্ট সিস্টেম’ বলে জানিয়েছিলেন রবি কিষাণ। ‘করবা চৌথ’ উপলক্ষে স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘প্রীতি হচ্ছে আমাদের পরিবারের সাপোর্ট সিস্টেম। আমার সকল দুঃসময়-সুসময়ে সে ছিল আমার পাশে। আমার জীবনকে এত সুন্দর করে তোলার জন্য ওর প্রতি অশেষ কৃতজ্ঞতা। করবা চৌথ আমাদের দুজনের জন্যই বিশেষ উৎসব। এ দিনটা আমরা একসঙ্গে পালন করি। এটা আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করে।’

Tags :

Entertainment Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025