টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিসে ভাঙচুর করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল শহরের থানার পাশে দলটির অফিস ভাঙচুর করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
জানা গেছে, ঢাকার বিজয়নগর এলাকায় জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ শতাধিক নেতাকর্মী আহতের ঘটনার প্রতিবাদে টাঙ্গাইল শহরে বেলা ১১টার দিকে মিছিল বের করা হয়।
মিছিলটি নারিলা মোড় পার হয়ে টাঙ্গাইল সদর থানার পাশে জেলা জাতীয় পার্টির অফিসে যায়। সেখানে তারা ভাঙচুর করেন। একপর্যায়ে অফিসের ভেতরে প্রবেশ করে চেয়ার ভাঙচুর করা হয়। এরপর তারা দুপুরের দিকে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের আশেকপুর বাইপাস সড়ক অবরোধ করেন। ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমদে বলেন, আমরা তাদের নিয়ন্ত্রণেরে চেষ্টা করেছিলাম। বর্তমানে পুলিশ মোতায়েন করা হয়েছে।