ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনির বহুল আলোচিত বাংলাদেশ সফর শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে। আগামী ডিসেম্বরের শেষ দিকে তার এই সফর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সোমবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এর অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য নিশ্চিত করেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।
রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রীর নির্ধারিত সফর ডিসেম্বরের শেষের দিকে অনুষ্ঠিত নাও হতে পারে। তবে আমরা আশা করছি, এই সফর শিগগিরই সম্পন্ন হবে।
তাঁর এই বক্তব্য থেকে সফরটি বাতিলের বিষয়টি স্পষ্ট হয়।
জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিশেষ আমন্ত্রণে ইতালির প্রধানমন্ত্রী ঢাকা সফরে আসার কথা ছিল।
এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ইতালির দূতাবাস এরইমধ্যে সফর বাতিলের বিষয়টি সরকারকে লিখিতভাবে অবহিত করেছে।
এর আগে মেলোনির ঢাকা সফরটি ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে হওয়ার কথা থাকলেও পরে তা মাসের শেষের দিকে পুনঃনির্ধারণ করা হয়েছিল। তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, এই সফর বাতিল করা হলো।




