ইসরায়েলি সেনাদের আত্মহত্যার হিড়িক

আত্মহত্যার প্রবণতা বেড়েছে ইসরায়েলি সেনাদের মধ্যে। চলমান গাজা যুদ্ধের মানসিক ধাক্কা সহ্য করতে না পেরে গত দুই সপ্তাহে অন্তত পাঁচজন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন।

রাশিয়া টুডেতে সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন সদ্য প্রশিক্ষণরত একজন তরুণ সেনা থেকে শুরু করে গাজা ও অন্যান্য সংঘাতপূর্ণ এলাকায় দীর্ঘদিন দায়িত্ব পালন শেষে ফেরত আসা রিজার্ভ সদস্যরাও।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নিশ্চিত করেছে, রবিবার যে সর্বশেষ আত্মহত্যার ঘটনা ঘটেছে, সেটি ছিল মাত্র ১৯ বছর বয়সী এক নরওয়েজীয় অভিবাসীর, যিনি এক বছরেরও কম সময় আগে ইসরায়েলে এসে আইডিএফে যোগ দিয়েছিলেন এবং তখনও প্রশিক্ষণে ছিলেন।

অন্য চারজনের মধ্যে একজন ছিলেন গোলানি ব্রিগেডের সৈনিক, যিনি স্দে টাইমান সামরিক ঘাঁটিতে নিজের ওপর গুলি চালিয়ে আত্মহত্যা করেন।

আরেকজন ছিলেন রিজার্ভ সেনা ড্যানিয়েল এডরি, যিনি যুদ্ধপরবর্তী মানসিক অবসাদে ভুগছিলেন এবং পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি) নির্ণয়ের পর নিজেকে আগুনে পুড়িয়ে আত্মহত্যা করেন।

আইডিএফ জানিয়েছে, অধিকাংশ আত্মহত্যার পেছনে ব্যক্তিগত বা পারিবারিক কোনো কারণ নয়, বরং যুদ্ধসংক্রান্ত মানসিক আঘাতই মুখ্য ভূমিকা পালন করছে।

সাম্প্রতিক বছরগুলোতে আত্মহত্যার সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। ২০২৩ সালের শেষ নাগাদ আত্মহত্যার সংখ্যা ছিল সাতজন। ২০২৪ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে, আর চলতি বছরে ছয় মাসেই অন্তত ২০টি আত্মহত্যার ঘটনা ঘটেছে।

বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ বলেন, এই পরিসংখ্যান দেখে নিঃশ্বাস নেওয়াই যেন কঠিন। এই যুদ্ধ আত্মাও হত্যা করছে।

আইডিএফ জানিয়েছে, হাজার হাজার রিজার্ভ সেনা মানসিক চাপে তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। বিশ্লেষকদের মতে, প্রকৃত আত্মহত্যার সংখ্যা সরকারি পরিসংখ্যানের চেয়েও বেশি হতে পারে।

হারেৎজ পত্রিকা জানায়, গত কয়েক বছরে অন্তত ১২ জন অ-কমব্যাট সেনা আত্মহত্যা করেছেন, যাদের তথ্য সেনাবাহিনীর রেকর্ডে অন্তর্ভুক্ত করা হয়নি।

গাজায় ইসরায়েলি সেনা অভিযান এখন ২১তম মাসে চলছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহত হন।

এর প্রতিক্রিয়ায় শুরু হওয়া অভিযানে ইসরায়েলি বাহিনীর ৮৯৩ জন সদস্য নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ৫৯ হাজার ফিলিস্তিনি।

গাজার বাইরেও ইসরায়েল সামরিক তৎপরতা চালিয়ে যাচ্ছে লেবানন, সিরিয়া, ইরান, ইরাক, ইয়েমেন এবং পশ্চিম তীরে।

Tags :

International News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025