ইরাকের পূর্বাঞ্চলীয় কুত শহরের একটি সুপারমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বহু মানুষ।
ওয়াসিত প্রদেশের গভর্নরের বরাতে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএনএ এসব তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কুত শহরের একটি পাঁচতলা ভবনে রাতভর আগুন জ্বলছে এবং দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তবে গভর্নর জানিয়েছেন, তদন্তের প্রাথমিক ফলাফল ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ করা হবে।
ভবনের মালিক ও শপিংমল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা হয়েছে বলেছেন গভর্নর।