আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘দাঁড়কাক’

বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’ নির্বাচিত হয়েছে বেলারুশের ৩১তম মিনস্ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (লিস্টাপ্যাড) স্বল্পদৈর্ঘ্য প্রতিযোগিতা বিভাগে। উৎসবটি শুরু হবে ৩১ অক্টোবর এবং চলবে ৭ নভেম্বর পর্যন্ত। এবারের আসরের স্লোগান—‘ভাবনা বদলে দেওয়ার গল্প’।

‘দাঁড়কাক’ চলচ্চিত্রটির প্রদর্শনী হবে ২ নভেম্বর স্থানীয় সময় বিকেল ৩টায়, মিনস্কের মস্কো সিনেমা হলে। এ বছর উৎসবে ৪১টি দেশের ১৫৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

পরিচালক জায়েদ সিদ্দিকী নির্মিত ‘দাঁড়কাক’ অনুপ্রাণিত কথাসাহিত্যিক শহীদুল জহিরের একটি ছোটগল্প থেকে। বয়স্ক তোরাব শেখ নামের এক মানুষকে ঘিরে আবর্তিত হয় গল্পটি—যাকে সংসারে অপ্রয়োজনীয় মনে করা হয়। অপমানিত হয়ে তিনি বাড়ি ছাড়েন, আর তাতেই পরিবারের সদস্যরা তার গুরুত্ব বুঝতে শেখে।

এই চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্ট্যোপাধ্যায়। আরও আছেন আমিনুর রহমান মুকুল, ইকবাল হোসেন, টুনটুনি সোবহান, ফজলুল হক, তাহুয়া লাবিব তুরা ও এবিএম সাইদুল হক। নতুন মুখ হিসেবে দেখা যাবে জেরিন আক্তার শিমুল ও আখলাকুজ্জামান খানকে।

এখন পর্যন্ত চলচ্চিত্রটি ১১টি দেশের ১৮টি আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে এবং অর্জন করেছে বাংলাদেশের হিল ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ চলচ্চিত্র ও ভারতের শিমলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কারসহ একাধিক আন্তর্জাতিক স্বীকৃতি।

Tags :

Rajib Ahmed

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025