মেসির হাত ধরে এমএলএস কাপ জিতল মায়ামি

আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি লিখলেন নতুন আরেকটি ইতিহাস। ২০২৫ মৌসুমের এমএলএস কাপ জিতে যুক্তরাষ্ট্রের ফুটবলেও নিজের আধিপত্য প্রতিষ্ঠা করলেন আর্জেন্টাইন মহাতারকা। বুসকেটস ও জর্দি আলবার বিদায়ী ম্যাচে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩–১ গোলে হারিয়ে পুরো এমএলএস চ্যাম্পিয়ন হলো ইন্টার মায়ামি।

ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের লাগাম হাতে নেয় ইন্টার মায়ামি। ম্যাচের মাত্র অষ্টম মিনিটেই গোলের সূত্রপাত করেন মেসি। ডি পলের মাধ্যমে আলেন্দেকে দেওয়া তার নিখুঁত পাস থেকেই আত্মঘাতী গোলে এগিয়ে যায় মায়ামি। গোলটি করেন ভ্যাঙ্কুভারের লুকাস ওকামপোস।

তবে প্রথমার্ধে ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারেনি স্বাগতিকরা। বলের দখলে এগিয়ে ছিল ভ্যাঙ্কুভার, তারা কয়েকবার পেনাল্টির দাবিও তোলে। কিন্তু ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় দুই দলই।

দ্বিতীয়ার্ধে ফিরে সমতায় ফেরে ভ্যাঙ্কুভার। ৬০তম মিনিটে আহমেদের গোলে ম্যাচে উত্তেজনা ফেরে। এরপর এক পর্যায়ে বড় বিপদের মুখে পড়ে ইন্টার মায়ামি—মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে সাব্বির শট তিনবার পোস্টে লেগে ফিরে আসে।

কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে আবারও পার্থক্য গড়ে দেন মেসি। ৭০তম মিনিটে রদ্রিগো ডে পলকে দিয়ে করান ম্যাচের দ্বিতীয় গোল। এরপর শেষদিকে আলেন্দের গোলে ব্যবধান বাড়ে ৩–১, ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় ভ্যাঙ্কুভার।

এই জয়ের মাধ্যমে ইন্টার মায়ামি জেতে ক্লাব ইতিহাসের প্রথম এমএলএস কাপ। ব্যক্তিগতভাবে এটি মেসির ক্যারিয়ারের ৪৭তম শিরোপা।

এই ম্যাচ ছিল আরও একটি বিশেষ কারণে আবেগঘন। এমএলএস কাপ ফাইনালের মধ্য দিয়েই পেশাদার ফুটবলকে বিদায় জানালেন স্পেনের দুই কিংবদন্তি সার্জিও বুসকেটস ও জর্দি আলবা। তাদের বিদায়ী ম্যাচে ট্রফি জয় দলটিকে এনে দিয়েছে বাড়তি তাৎপর্য।

একদিকে নতুন ইতিহাস, অন্যদিকে দুই তারকার বিদায়—সব মিলিয়ে মায়ামির এই রাত স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025