মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে নিউইয়র্ক সিটি এফসিকে ৫-১ গোলে উড়িয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে ইন্টার মায়ামি। এই জয়ে এমএলএস কাপের ফাইনালেও উঠেছে হ্যাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা।
রবিবার (৩০ নভেম্বর) ভোরে ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত কনফারেন্স ফাইনালে মায়ামি জিতেছে তাদেও আলেন্দের নৈপুণ্যে। ২৬ বছর বয়সী এই আর্জেন্টাইন হ্যাটট্রিক করেছেন। একটি গোল করেছেন আরেক আর্জেন্টাইন মাতেও সিলভেত্তি। অন্য গোলটি তালেসকো সেগোভিয়ার। মেসি তাঁর রোজারিওর ছেলে সিলভেত্তির গোলে অ্যাসিস্ট করেছেন।
ম্যাচের ১৪তম মিনিটে প্রথম লিড পায় মায়ামি। সার্জিও বুস্কেটসের নিখুঁত পাস থেকে অফসাইড ফাঁদ ভেঙে অ্যালেন্ডে মায়ামিকে এগিয়ে দেন। নিউইয়র্ক এই ধাক্কা সামলে ওঠার আগেই জর্দি আলবার বাঁ প্রান্ত থেকে বাড়ানো দুর্দান্ত ক্রস কাজে লাগিয়ে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন অ্যালেন্ডে। তবে ৩৭তম মিনিটে জাস্টিন হাক একটি গোল শোধ করলে ২-১ ব্যবধান নিয়ে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক ফুটবল খেলে মায়ামি। ম্যাচের ৬৭ মিনিটে মাতেও সিলভেট্টি গোল করে মায়ামিকে দুই গোলের লিড এনে দেন। এই গোলের সহায়ক ছিলেন মেসি। ৮৩ মিনিটে তেলাস্কো সেগোভিয়া এবং ৮৯তম মিনিটে অ্যালেন্ডে হ্যাটট্রিক পূরণ করেন। তাতে বড় জয় নিয়ে শিরোপা জেতে মায়ামি।




