ভারতের দার্জিলিংয়ের প্রথম ইন্ডিয়ান আইডল বিজয়ী গায়ক প্রশান্ত তামাং আর নেই। ইন্ডিয়ান আইডল সিজন ৩-এর বিজয়ী এই শিল্পী রবিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
জনপ্রিয় গায়ক ও অভিনেতা প্রশান্ত তামাং নয়াদিল্লির বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। তার মৃত্যুতে স্তব্ধ পাহাড় থেকে সমতল।
২০০৭ সালে টেলিভিশন রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে বিজয়ী হয়ে ইতিহাস গড়েছিলেন দার্জিলিংয়ের এই ভূমিপুত্র। এক সাধারণ পুলিশ কনস্টেবল থেকে রাতারাতি জাতীয় সঙ্গীত সেনসেশনে পরিণত হন তিনি। তার সেই জয়ের পেছনে কেবল তার গলার মাধুর্য ছিল না, ছিল অগণিত গোর্খা এবং নেপালি ভাষাভাষী মানুষের আবেগ ও সমর্থন।
প্রশান্ত কলকাতা পুলিশের অর্কেস্ট্রায় গান গাইতেন, সেখান থেকে গোটা ইন্ডিয়ার মনের মণিকোঠায় স্থান করে নেন। ইন্ডিয়ান আইডল জেতার পর তার প্রথম অ্যালবাম ‘ধন্যবাদ’ ব্যাপক জনপ্রিয়তা পায়। হিন্দি ও নেপালি ভাষায় তিনি অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন।
কেবল গান নয়, নেপালি চলচ্চিত্রেও তিনি নিজের নাম উজ্জ্বল করেছেন। সম্প্রতি তাকে দেখা গিয়েছিল অ্যামাজন প্রাইম ভিডিওর পাতাললোক সিজন ২-তে। তিনি রেখে গিয়েছেন স্ত্রী, পরিবার ও অসংখ্য ভক্ত।




