প্রায় দেড় যুগ আগে পিলখানায় বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যার ঘটনায় গঠিত ‘স্বাধীন তদন্ত কমিশনের’ প্রতিবেদনে নাম আসায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে বরখাস্ত ও গ্রেপ্তারের দাবিতে ঢাকার শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করেছে একদল মানুষ।
বিক্ষোভকারীরা বিএনপির প্রয়াত সংসদ সদস্য নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর স্মরণে গঠিত ‘শহীদ পিন্টু স্মৃতি সংসদ’ এর অনুসারী বলে জানা গেছে।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে এই অবরোধে ওয়ারী, গেন্ডারিয়া, পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকার সহস্রাধিক মানুষ জড়ো হন। তারা আইজিপিকে ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ করে গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।
শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, বিকেল ৪টার কিছু পর অবরোধ কর্মসূচি শেষ হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানা হত্যা মামলায় আজীবন কারাদণ্ড পান ২০০১ সালে ঢাকা-৭ আসন থেকে নির্বাচিত ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহম্মেদ পিন্টু। বন্দি অবস্থায় ২০১৫ সালের ৩ মে তিনি মারা যান। মৃত্যুর কারণ হিসেবে কারা কর্তৃপক্ষ হৃদরোগের কথা বলেছিল।
মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তে স্বাধীন কমিশন গঠন করে। বিডিআরের সাবেক মহাপরিচালক আ ন ম ফজলুর রহমানের নেতৃত্বে এই তদন্ত কমিশন প্রতিবেদনে বলেছে, দেড় দশক আগের সেই ঘটনায় দল হিসেবে জড়িত ছিল আওয়ামী লীগ; সেনা কর্মকর্তাদের হত্যার সিদ্ধান্ত অনুমোদন করেন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা; ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এই ঘটনায় ছিলেন সমন্বয়কের দায়িত্বে। এই ঘটনায় ভারতের সম্পৃক্ততার অভিযোগও এনেছে তদন্ত কমিশন।
এই প্রতিবেদনে বর্তমান আইজিপি বাহারুল আলমেরও নাম আছে। তার বিরুদ্ধেও ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে।
বাহারুল আলম সে সময় পুলিশের বিশেষ শাখা-এসবির প্রধান ছিলেন। বাহারুল আলমকে অন্তর্বর্তী সরকার অবসর থেকে ফিরিয়ে এনে পুলিশ প্রধানের দায়িত্ব দিয়েছে। তদন্ত কমিশনের প্রতিবেদনে তার নাম আসার পর তাকে অপসারণের দাবি জানিয়েছেন পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা।
আইজিপি এই প্রতিবেদন প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় বলেছেন, তদন্ত কমিশন তদন্ত করেছে, এখন সরকার যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। এখানে আমার দেখার বা বলার কিছু নেই।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তার মন্ত্রণালয় এটা ‘খুব সিরিয়াসলি’ দেখছে।




