আন্তর্জাতিক ইংরেজি ভাষা পরীক্ষার (আইইএলটিএস) ৬ সেপ্টেম্বরের ফলাফল স্থগিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার প্রেক্ষিতে ফলাফল প্রকাশের আগে পরীক্ষার নিরপেক্ষতা, সততা ও নিরাপত্তা নিশ্চিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের এক ই-মেইলের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আইইএলটিএস টেস্ট পার্টনারদের পাঠানো ইমেইলে বলা হয়েছে, ফলাফল প্রকাশের আগে নিয়মিতভাবে প্রতিটি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করা হয়। এ প্রক্রিয়ায় দেখা গেছে, ৬ সেপ্টেম্বরের পরীক্ষার ফলাফল আরও বিস্তারিতভাবে পর্যালোচনার প্রয়োজন রয়েছে। তাই পরীক্ষার ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে। পরীক্ষার নিয়ম অনুযায়ী, বিষয়টি এখন পূর্ণাঙ্গ তদন্তের আওতায় আনা হয়েছে।
পরীক্ষার শর্তাবলীতে বলা আছে, আইইএলটিএস টেস্ট পার্টনারদের দায়িত্ব হলো পরীক্ষার্থীদের ও স্বীকৃত সংস্থাগুলোর কাছে ফলাফলের ওপর আস্থা বজায় রাখা। ফলে প্রয়োজন হলে তারা সাময়িক বা স্থায়ীভাবে ফলাফল আটকে রাখতে কিংবা বাতিল করতেও পারে, যদি ফলাফলকে নির্ভরযোগ্য না বলে মনে হয়।
তদন্ত চলাকালে পরীক্ষার্থী, পরীক্ষাকেন্দ্রের কর্মীদের প্রতিবেদন, পরীক্ষাকেন্দ্রের সিসিটিভি ফুটেজ, উত্তরপত্রের বিশ্লেষণ এবং পরীক্ষার্থীর পরিচয় সংক্রান্ত কাগজপত্রসহ বিস্তৃত প্রমাণাদি খতিয়ে দেখা হবে। এছাড়া, চাইলে পরীক্ষার্থীরাও তাদের নিজস্ব বক্তব্য দিতে পারবেন, তবে তা নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। পাঁচ দিনের মধ্যে প্রেরিত না হলে কোনো বক্তব্য বিবেচনা করা হবে না।
আইইএলটিএস কর্তৃপক্ষ জানিয়েছে, আট সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করে পরীক্ষার্থীকে ফলাফলের বিষয়ে জানিয়ে দেওয়া হবে। তদন্ত চলাকালীন সময়ে কোনো অগ্রগতি জানানো হবে না। তবে যদি কেউ আট সপ্তাহের মধ্যে ফলাফল ব্যবহারের প্রয়োজনীয়তা প্রমাণ করতে পারে, তাহলে যথাসম্ভব দ্রুত তদন্ত শেষ করার চেষ্টা করা হবে।
প্রসঙ্গত, যে পরীক্ষার্থীরা ব্রিটিশ কাউন্সিল অথবা আইইএলটিএস ইউএসএর মাধ্যমে পরীক্ষা দিয়েছেন, তাদেরকে প্রয়োজনীয় তারিখসংক্রান্ত প্রমাণসহ সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে। আর যারা আইডিপির মাধ্যমে পরীক্ষা দিয়েছেন, তাদেরকে প্রয়োজনীয় কাগজপত্র [email protected] এই ঠিকানায় পাঠাতে বলা হয়েছে।
আইইএলটিএস ইনভেস্টিগেশন টিম তাদের ইমেইলের শেষাংশে পরীক্ষার্থীদের ধৈর্য ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে।
এর আগে, গত ৬ সেপ্টেম্বর ঢাকা থেকে পান্না পুনম হাওলাদার ওরফে কেয়া ও মো. মামুন খান নামে দুজনকে আইইএলটিএস পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র সরবরাহের প্রলোভনে একাধিক ছাত্র-ছাত্রীকে প্রতারিত করে অর্থ আত্মসাৎ করার অভিযোগে গ্রেপ্তার করেছে বনানী থানার পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ৮ লাখ ৩৮ হাজার টাকা ও আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।