শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়ন গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে বিষয়টি প্রকাশ হয় বৃহস্পতিবার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে দুর্বৃত্তরা শাখা অফিসের সামনে আগুন ধরিয়ে দেয়। পরে তারা প্রধান ফটক ও সাইনবোর্ডে অগ্নিসংযোগ করে। তবে ব্যাংকের দরজায় অগ্নিসংযোগের চেষ্টা করে ব্যর্থ হয়। এ সময় তারা প্রধান উপদেষ্টার বিরুদ্ধে স্লোগান দেয়। অগ্নিসংযোগের ভিডিওটিতে কাউকে দেখা যায়নি।
খবর পেয়ে বুধবার রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইগাতী থানার ওসিসহ পুলিশের একটি দল ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় কর্মকর্তারা ওসিকে জানান, অগ্নিকাণ্ডে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ওসি মো. আল-আমিন বলেন, হাতিবান্ধা শাখায় সামান্য আগুন দিয়ে ভীতি সৃষ্টির চেষ্টা করা হয়েছে। কোনও ক্ষতি হয়নি। কারা এ ঘটনায় জড়িত তা শনাক্ত করার কাজ শুরু হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




