গণপিটুনির শিকার ৪ জন, একজনের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটুনির শিকার হয়েছেন ৪ জন। তাদের মধ্যে শান্ত (২০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত অন্য তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শান্ত নরসিংদীর মাধবদী উপজেলার বালুচর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে। আহতরা হলেন- কালীগঞ্জের মোক্তারপুর ইউনিয়নের বড়হরা (বড্ডা) গ্রামের মৃত হাফিজুল্লাহর ছেলে রিফাত (১৯), বক্তারপুর ইউনিয়নের ভাটিরা গ্রামের মৃত ইসমাইলের ছেলে রুবেল (২৮) এবং তুমুলিয়া ইউনিয়নের বান্দাখোলা গ্রামের আনিল চন্দ্রের ছেলে (নওমুসলিম) আবদুল্লাহ (২৭)।

স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোররাতে রামচন্দ্রপুর গ্রামের শামসুদ্দিন মোল্লার গোয়ালঘরে ৮-১০ জনের একদল গরুচোর হানা দেয়। টের পেয়ে শামসুদ্দিন মোল্লা ডাকচিৎকার শুরু করে। এলাকাবাসী তার চিৎকার শুনে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে চোরদের ধাওয়া করে ৪ জনকে আটক করে। উত্তেজিত এলাকাবাসী তাদের গণপিটুনি দিলে শান্ত নামে একজন ঘটনাস্থলেই মারা যায় এবং অপর তিন জন গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থলে থেকে হতাহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া নিয়ে যায়। সেখান থেকে গুরুতর আহত তিন জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শামসুদ্দিন মোল্লা বলেন, সম্প্রতি জেলার কালীগঞ্জ ও কাপাসিয়াসহ বিভিন্ন এলাকায় গরু চুরির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তিন দিন আগে আমার একটি গরু গোয়ালঘর থেকে চুরি হয়েছে। এরপর থেকে আমি নিজেই গোয়ালঘরে থেকে রাত জেগে পাহারা দিচ্ছি। মঙ্গলবার ভোরে একদল গরুচোর গোয়ালঘরে ঢুকে পড়লে চিৎকার শুরু করি। গ্রামবাসী চোরদলের চার জনকে আটক করলে উত্তেজিত জনতা তাদের পিটুনি দেয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন বলেন, গ্রামবাসী চার গরুচোরকে আটক করে গণপিটুনি দিলে একজন মারা যায়। আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় অন্যরা পালিয়ে যায়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025