গণমাধ্যমকর্মীর ঝুলন্ত মরদেহ, প্রভাবশালী সহকর্মী আলতাফ শাহনেওয়াজ অভিযুক্ত

ঢাকার ধানমন্ডির একটি বাসা থেকে স্বর্ণময়ী বিশ্বাস (২৬) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি অনলাইন সংবাদমাধ্যম ঢাকা স্ট্রিমের গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন।

স্বর্ণময়ী বিশ্বাসের গ্রামের বাড়ি ঝিনাইদহ। তিনি ঢাকার গার্হস্থ্য অর্থনীতি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেছেন।

তার এক সহকর্মী জানান, শনিবার সন্ধ্যার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন স্বর্ণময়ী। এর আগে শুক্রবারও ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

জানা গেছে, সম্প্রতি কর্মক্ষেত্রে সহকর্মী আলতাফ শাহনেওয়াজের দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছেন বলে লিখিত অভিযোগ করেছিলেন তিনি।

আলতাফ শাহনেওয়াজ গণমাধ্যমটির বাংলা বিভাগের প্রধান। এর আগে তিনি একটি জাতীয় দৈনিকের সাহিত্য সম্পাদক ছিলেন। তবে অভিযুক্তকে শাস্তি না দিয়ে পুনর্বহাল করেন গণমাধ্যমটির প্রধান সম্পাদক ইফতেখার মাহমুদ। সহকর্মিদের অনেকেই অভিযোগ করেন বর্তমান উপদেষ্টা ফারুকি সহ অনেক প্রভাবশালিদের সাথে তার সম্পর্ক থাকায় তার বিরুদ্ধে কোন অভিযোগ করে কোন লাভ হয়না।

অভিযুক্ত সহকর্মী আলতাফ শাহনেওয়াজ
অভিযুক্ত সহকর্মী আলতাফ শাহনেওয়াজ

বিষয়টি মেনে নিতে পারেননি স্বর্ণময়ী। পরে গলায় ফাঁস নেন তিনি। তাকে উদ্ধার করে ধানমন্ডির পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, স্বর্ণময়ীর আত্মহত্যার ঘটনায় প্ররোচণার অভিযোগে আলতাফ শাহনেওয়াজকে বিচারের আওতায় আনার দাবি উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে বিষয়টিকে ঘিরে।

তার বন্ধু এবং সহকর্মিরা অনেকেই বিষয়টি নিয়ে অনলাইনে প্রতিবাদ জানাচ্ছেন, এমনি একজন ফারজানা টুম্পা তার ফেইসবুক পস্টে লিখেনঃ

”সকালে ঘুম থেকে উঠেই দেখলাম আমাদের বন্ধু Sornomoye Biswas আত্ম*হত্যা করেছে। তখন থেকে স্থবির হয়ে বসে আছি!
ঢাকা স্ট্রিমে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত ছিলো মেয়েটা।
সম্প্রতি মেয়েটা ঢাকা স্ট্রিমের বাংলা বিভাগ প্রধান আলতাফ শাহনেওয়াজের বিরুদ্ধে লিখিতভাবে যৌননিপীড়নের অভিযোগ করেছিলো ।

স্বর্ণময়ীর সহকর্মীদের অভিযোগ, অভিযুক্ত যৌননিপীড়ককে শাস্তি দেওয়ার পরিবর্তে সংবাদমাধ্যমটির প্রধান সম্পাদক ইফতেখার মাহমুদ তাকে পুনর্বহাল করেছেন, যা মেনে নিতে পারেননি স্বর্ণময়ী। উল্লেখ্য, আলতাফ শাহনেওয়াজ ও ইফতেখার মাহমুদ দুজনেই সম্প্রতি দৈনিক প্রথম আলো থেকে বেরিয়ে ঢাকা স্ট্রিমের দায়িত্ব গ্রহণ করেছেন]

কর্মক্ষেত্রে যৌন নিপীড়নে এপর্যন্ত কেউ কোনো সঠিক বিচার পেয়েছে এমন কিছু আমার ইহজন্মে দেখিনি।
একটা ফুলের মতো শান্ত, শীতল, লক্ষ্মী মেয়ে যে কি-না দুর্দান্ত গান করতো তাকে খুন করা হয়েছে।
আমি এটাকে আত্ম*হত্যা কখনোই বলবো না। যেখানে কৌশলগতভাবে কারো সাথে যৌন নিপীড়নের মতো ঘটনা ঘটার পরেও কোনো বিচার মেলে না বরং অভিযোগপত্রে স্বাক্ষরকারীদেরকেও প্রত্যাহার করা হয় তাদেরকে অবশ্যই আমি হত্যাকারী হিসেবেই গণ্য করবো।

স্বর্ণ চিলেকোঠায় একটা ঘর চাইতো, ছাদ ভরতি ফুলের গাছ। সেই ছোট্ট ঘরটায় অনেক সুখের রোদ এসে পরবে। তুমি এমন একটা ঘর পাও স্বর্ণ। এই নোংরা পৃথিবী তোমাকে যা দিতে পারেনি পরের জন্মে এসব তোমার হোক।

আমাদের বন্ধুর হত্যাকারীদের বিচার চাই।”

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025