গির্জায় হামলায় নিহত অন্তত ৩৫

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে একটি ক্যাথলিক গির্জায় সন্দেহভাজন অ্যালায়েড ডেমোক্র্যাটিক ফোর্সেস (এডিএফ) বিদ্রোহীদের হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছে।

রবিবার স্থানীয় সূত্রগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি।

২০১৯ সালে ইসলামিক স্টেটের আনুগত্য ঘোষণা করা বিদ্রোহী দলটি মূলত উগান্ডার সাবেক বিদ্রোহীদের নিয়ে গঠিত। তারা ইতুরি প্রদেশের কোমান্ডা শহরে একটি ক্যাথলিক গির্জায় হামলা চালায়, যেখানে উপাসকরা প্রার্থনায় অংশ নিচ্ছিল। ইতুরি প্রদেশের রাজধানী বুনিয়া থেকে টেলিফোনে বাসিন্দারা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

উমোজা পাড়ার প্রবীণ ডিয়ুডোনে কাটানাবো এএফপিকে বলেন, ‘গতকাল রাত ৯টার দিকে (স্থানীয় সময়) আমরা পারিশ গির্জার কাছাকাছি গুলির শব্দ শুনি…এখন পর্যন্ত আমরা ৩৫টি মৃতদেহ দেখেছি।’

কোমান্ডার ব্লেসড আনুয়ারিতে প্যারিস গির্জার যাজক ফাদার আইমে লোকানা ধেগো বলেন, ‘আমরা অন্তত ৩১ জন ইউকরিস্টিক ক্রুসেড আন্দোলনের সদস্যকে মৃত পেয়েছি, ছয়জন গুরুতর আহত…কিছু তরুণকে অপহরণ করা হয়েছে, তাদের কোনো খোঁজ নেই।’ এ ছাড়া শহরে আরো সাতটি মরদেহ পাওয়া গেছে বলেও জানান তিনি।

স্থানীয় মানবাধিকার সংস্থা কনভেনশন ফর দ্য রেসপেক্ট অফ হিউম্যান রাইটসের সমন্বয়ক ক্রিস্টোফ মুয়ান্ডেরু হামলাটির জন্য এডিএফ বিদ্রোহীদের দায়ী করে জানান, প্রাথমিকভাবে তারা ৩৮ জনের মৃত্যুর তথ্য পেয়েছে।

এ ছাড়া ইতুরি অঞ্চলের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জুলস এনগোঙ্গো হামলার বিষয়টি নিশ্চিত করে এএফপিকে বলেন, ‘এডিএফ বিদ্রোহীদের মধ্য থেকে শত্রুদের শনাক্ত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’ তবে তিনি হতাহতের নির্দিষ্ট সংখ্যা জানাননি।

কয়েক মাস ধরেই ইতুরি অঞ্চলে শান্ত অবস্থা বিরাজ করছিল। ফেব্রুয়ারিতে মামবাসা অঞ্চলে এডিএফের সর্বশেষ বড় হামলায় ২৩ জন নিহত হয়েছিল। ইরুমু অঞ্চলের বাণিজ্যিক শহর কোমান্ডা তিনটি প্রদেশ—চোপো, উত্তর কিভু এবং মানিয়েমাকে সংযুক্ত করে রেখেছে।

মূলত মুসলিম অধ্যুষিত উগান্ডান বিদ্রোহীদের এই দলটি কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে হাজার হাজার বেসামরিক মানুষকে হত্যা করেছে এবং সাম্প্রতিক সময়ে লুটপাট ও হত্যার মাত্রা আরো বাড়িয়েছে। এই অঞ্চলে কঙ্গোর সেনাবাহিনীর পাশাপাশি উগান্ডার সেনাবাহিনী মোতায়েন থাকলেও সহিংসতা কমানো যায়নি।

২০২১ সালের শেষ দিকে কামপালা ও কিনশাসা এডিএফের বিরুদ্ধে ‘শুজা’ নামের একটি যৌথ সামরিক অভিযান শুরু করেছিল। তবে সেটি এখন পর্যন্ত বিদ্রোহীদের প্রতিহত করতে ব্যর্থ হয়েছে।

Tags :

International News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025